ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে : ওবায়দুল কাদের


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১:২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কিছুদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন। সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন। বিএনপি আমেরিকার দূতের সঙ্গে কথা বলতে অনেক চেষ্টা করেছিল, সফল হয়নি। বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। নষ্ট রাজনীতির হোতা হচ্ছে বিএনপি। এদের কাছে গণতন্ত্র, জনগণ কেউই নিরাপদ নয়।

শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় আয়োজিত শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাদেক খান,হাবিব হাসান,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, অধ্যক্ষ আব্দুল সাত্তার, জয়সেন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছেন। তিনি মাদারবাড়িতে, পায়রায় গভীর সমুদ্রবন্দর বানিয়েছেন। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্যে রূপপুর ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বানিয়েছেন। শেখ হাসিনাই একদিনে ১০০ সেতু ও ১০০ রাস্তা উদ্বোধন করেছেন। সংকটের সময়েও অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি, খাদ্যশস্য কিনছেন। ভর্তুকি দিয়ে জনগণকে সেবা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক জিয়া হচ্ছে খাম্বা তারেক,তাদের কাজ ছিল লুটপাট করা। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। অপরদিকে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ছেলেমেয়েরা চাকরি করে খায়। তারা ব্যবসা করেন না। সাধারণ জীবনযাপন করে চাকরি করে খায়। এটাই আওয়ামী লীগ আর বিএনপির ব্যবধান আওয়ামী লীগ সরকার এদেশে বারবার দরকার জনগণের জন্য। 

বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি এ দেখে বিএনপির মন খারাপ।বিএনপির মন্তব্য করে তিনি বলেন, বিশ্বব্যাপী চলা সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। শেখ হাসিনার সততায় খুশি। শেখ হাসিনার উন্নয়নে খুশি। মন খারাপ শুধু বিএনপির। তাদের মন খারাপ। উন্নয়ন দেখলে তাদের ভালো লাগে না, অন্তর জ্বালায় ভোগে।
এসময় ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান বলেন আমার ১৩ আসনের জনগণ এক্যবদ্ধ আছেন আগামীতে আওয়ামী লীগ কে আবারও বিপুল ভোটে নৌকাকে ভোট দিয়ে বিজয় করবে। শেখ হাসিনার হাতে দেশ আছে যতদিন দেশের জনগণ ও ভালো থাকবে ততদিন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বিএনপিকে হুশিয়ার করে বলেন দেশের জনগণ অনেক ভালো আছে আপনারা বোমাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবেনা। প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক বলেন বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়ন এর দেশ আর এর মূল কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আদাবর মোহাম্মদপুর এলাকায় একসময় মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ে ছিলো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৪ বছরের কাজ পাঁচ বছরে করে দিয়েছে। আজ থেকে ১৪ বছর আগে কি ছিলো এই মোহাম্মদপুর?  আর এখন কেমন আপনারই বলেন?
তিনি আরো বলেন মোহাম্মদপুর, দিন-রাতের পার্থক্য। মোহাম্মদপুর এখন আলোয় আলোকিত। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ মোহাম্মদপুর ও মহানগর উত্তরের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর আদাবর এলাকার উক্ত সভায় উপস্থিত নেতারা হচ্ছেন।মোহাম্মদপুর থানা আওয়ামিলীগের সাবেক সভাপতি,অধ্যক্ষ এম এ সাত্তার। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা তোফায়েল সিদ্দিক তুহিন। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিক। ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম পলাশ। ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেন্টু। ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন। ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল আলম। আরও উপস্থিত ছিলেন ৩৪,৩৩,৩১ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আলম

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। উপস্থিত ছিলেন আদাবর থানা আওয়ামিলীগের সাবেক সভাপতি এম এ মান্নান। উপস্থিত ছিলেন আদাবর থানা আওয়ামী লীগের জননেতা জনাব নাজিব আমজাদ। আরও উপস্থিত ছিলেন আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এমএসএম / এমএসএম

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন

আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে : আমান উল্লাহ আমান

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ডা. জাহিদ

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী