চাকরির নামে কোটি টাকা নিয়ে পলাতক হেলাল
 
                                    সরকারি চাকরিতে নিয়োগের কথা বলে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হেলাল তাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।জানা যায়, হেলাল তাজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন মাল্টিসেক্টর প্রজেক্টের অফিস সহায়ক পদে চাকরি করতেন। গত ২২ জানুয়ারি থেকে তিনি পলাতক আছেন।
হেলাল তাজ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার শুয়াগ্রামের মো. সোহরাব হোসেন তাজের ছেলে। তিনি ভুয়া নিয়োগপত্র দিয়ে অন্তত ২০ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই প্রতিবেদকের কাছে বেশ কয়েকটি ভুয়া নিয়োগপত্রের কপি হাতে এসেছে। হেলাল তাজ স্টেট সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বীরবাহু হেডম্যান পাড়া গ্রামের রিপন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার জারুলছড়ি গ্রামের সুমনা চাকমা, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নেত্রজয় কার্যকরী পাড়া গ্রামের রিপন চাকমা, বগুড়া ধুনট উপজেলার নিমগাছী গ্রামের বুলবুলি খাতুন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তুলাবান গ্রামের জুই চাকমাকে ভুয়া নিয়োগপত্র প্রদান করা হয়েছে। তাদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কমিউনিটি সুপারভাইজার, ল্যাব অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক/পরিচ্ছন্নতা কর্মীর ভুয়া নিয়োগপত্র প্রদান করেছেন হেলাল তাজ। তাদের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে এক লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত হেলাল তাজ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিয়োগপত্রের শুরুতে লেখা আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুব বিষয়ক অধিদপ্তর ঢাকা এবং স্টেট সার্ভিসেস লিমিটেড এর সাথে জনবল সরবরাহের চুক্তি মোতাবেক আপনার আবেদনের প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পরিষদের ৬৮তম সভায় আপনার দাখিলকৃত কোম্পানির নিবন্ধন ফরমে জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যাদি বিবেচিত হওয়ায় আপনাকে নিম্নলিখিত শর্ত মোতাবেক ও নিম্ন উল্লেখিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের অফিস সহায়ক হিসেবে চাকরি করেন মো. সোহাগ। তিনি তার এক আত্মীয় চাকরি দেওয়ার জন্য হেলাল তাজের কাছে চেকের মাধ্যমে ৫ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। তাছাড়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সুখী চাকমা নামে এক নারীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন হেলাল তাজ। তিনি আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের একজন প্রশিক্ষক। তিনি সকালের সময়কে বলেন, ‘আমার এক আত্মীয়কে চাকরি দেওয়ার জন্য হেলাল তাজকে ৫ লাখ টাকা দিয়েছিলাম।’
নাম প্রকাশে অনিচ্ছুক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের এক অফিস সহকারী সকালের সময় বলেন, ‘আমার এক আত্মীয়কে চাকরি দেওয়ার জন্য হেলাল তাজকে আমি তিন লাখ ৩০ হাজার টাকা প্রদান করেছি। এখন হেলাল তাজ আমার ফোন ধরেন না। তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি। কিন্তু সে মেসেজের কোনো উত্তর দেয় না।’জানা গেছে, হেলাল তাজ এই প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে গোপনে বিদেশ চলে যাওয়ার পাঁয়তারা করছেন।ভুক্তভোগীরা জানান, হেলাল তাজ সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। এ চক্রের কিছু এজেন্ট রয়েছেন, যারা বেকার ও শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে চাকরি পেয়েছেন বলে মানুষের আস্থা অর্জন করেন। প্রলোভনে পড়ে অনেক চাকরিপ্রত্যাশী লাখ লাখ টাকা দিয়েছেন হেলাল তাজকে। টাকা নেওয়ার পরে তাদের ভুয়া নিয়োগপত্র দিতেন হেলাল তাজ। চাকরিতে যোগদান করতে না পেরে ভুক্তভোগীরা তার কাছে টাকা ফেরত চেয়েও পায়নি। উল্টো তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অনেক ভুক্তভোগীকে ভুয়া চেকও দিয়েছেন হেলাল তাজ।
হেলাল তাজের ভাই বেলাল তাজ মাল্টিসেক্টর প্রকল্পের গাড়িচালক হিসেবে চাকরি করেন। তিনি সকালের সময়কে বলেন, ‘আমার ভাই হেলাল তাজকে অফিসের অনেকেই চাকরির জন্য টাকা দিয়েছেন। তারা আমাকে টাকা দেওয়ার বিষয়ে আগে থেকে কিছুই জানাননি।’তিনি আরও বলেন, ‘আমার ভাই গত ২২ জানুয়ারি থেকে পলাতক আছে। তার সঙ্গে আমার এবং আমার পরিবারের কারো যোগাযোগ নেই। সে তার স্ত্রীকে নিয়ে ঢাকায়ই থাকে। তবে তার বাসা কোথায় সেটা আমি জানি না।’
হেলাল তাজের প্রতারণার বিষয়ে জিজ্ঞাসা করলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সৈয়দা রোকেয়া জেসমিন সকালের সময়কে বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। আপনি অভিযোগের বিষয়ে তথ্য দিলে আমি খোঁজ নিয়ে দেখব।’
এমএসএম / এমএসএম
 
                আদালত অবমাননার দায়ে ত্রাণ সচিবের বিরুদ্ধে রুল জারি
 
                মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
 
                তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
 
                তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি
 
                তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি
 
                ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ
 
                হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
 
                হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ
 
                শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর
 
                শেখ হাসিনার রায় কবে, জানা যাবে দুপুরে
 
                বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার
 
                ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
 
                 
                