যাবজ্জীবন কারাদন্ড আসামীকে গ্রেফতার করেছে র্যাব-২
যাবজ্জীবন কারাদন্ড আসামীকে গ্রেফতার করেছে র্যাব-২ । ২০০৯ সালে নোয়াখালী জেলার কবিরহাটে নৃশংসভাবে দিবালোকে পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক অন্যতম আসামি মোঃ রাসেল’কে দীর্ঘ ১৪ বছর পর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছেন।
সূত্রে জানা যায় বিগত ২০০৯ সালের ২৭ জানুয়ারি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আসামীরা পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তৎকালীন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় আবুল হাসেম ও তাঁর ছেলে নূরনবী, আব্দুল হক ও তাঁর ছেলে মোঃ রাসেল এবং আবদুর রহিম।
উক্ত ঘটনায় কবিরহাট থানা-পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্ত পাঁচ আসামীর বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত মামলায় রুহুল আমিনকে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ পাঁজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন আবুল হাসেম ও তাঁর ছেলে নূরনবী, আব্দুল হক ও তাঁর ছেলে মোঃ রাসেল এবং আবদুর রহিম। একই আদেশে আদালত আসামীদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আবুল হাসেম ছাড়া বাকি আসামীরা পলাতক রয়েছেন।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৭ এপ্রিল ২০২৩ইং তারিখ ১৬.৪৫ ঘটিকায় রাজধানীর ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রাসেল (৩৫), পিতা- আব্দুল হক, থানা-সুধারাম সদর, জেলা- নোয়াখালী’কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ রাসেল জানায় যে, উক্ত ঘটনা পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিবর্তন করে প্রথমে ঢাকায় ট্রাকের হেলপার এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মিনি ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ী চালিয়ে আত্মগোপনে থাকত। গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল উক্ত হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এই ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর
গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না
মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা
সাকিব আল হাসানকে দুদকে তলব
মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’
ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে হাসিনার রায়ের কপি
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ট্রাইব্যুনাল এলাকায় আজও সেনা-বিজিবির কঠোর নিরাপত্তা
হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে
Link Copied