ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শিশুকে অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:৩৭

রাজধানীতে অপহরণের চার ঘণ্টার মধ্যে অপহৃত শিশু আমিরা আবিদীন শিফাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় অভিযুক্ত আব্দুল আজিজকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণকারী আব্দুল আজিজ শিশুটিকে অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেলে শিশুকে হত্যা করা হবে বলে হুমকি দেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক।

তিনি বলেন, সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকা থেকে শিফা নামের তিন বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়। কিছুক্ষণের মধ্যেই শিশুটির মায়ের কাছে শিফাকে অপহরণ করা হয়েছে বলে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা না পেলে শিফাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী মায়ের কাছে থেকে এ সংক্রান্তে অভিযোগ পাওয়া মাত্রই র‌্যাব-২ এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু আমিরা আবিদীন শিফাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী আব্দুল আজিজকে গ্রেফতার করে র‌্যাব।

অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব জানায়, অপহৃত শিশুর বাড়িতে পড়ানোর সুবাদে বাসায় আসা-যাওয়া ছিল আব্দুল আজিজের। শিশুটির পারিবারিক অর্থ সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে ভুক্তভোগীকে অপহরণ করে তার মায়ের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে শিফাকে অপহরণ করা হয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, অপহরণকারী সোমবার শিশু শিফাকে অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং তার মায়ের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। শিশুটির মা বাদী হয়ে এ বিষয়ে রাজধানীর তেজগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নম্বর-৩০)।

মামলায় গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

সাকিব আল হাসানকে দুদকে তলব

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে হাসিনার রায়ের কপি

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ট্রাইব্যুনাল এলাকায় আজও সেনা-বিজিবির কঠোর নিরাপত্তা

হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে