ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঈদের পর রাজধানীতে প্রথম যানজটের ভোগান্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ২:৫০

ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার পর থেকে ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেছে মানুষজন। ঈদের ছুটি শেষ হওয়ার পরও রাজধানীতে তেমন যানজট দেখা যায়নি। সর্বশেষ আন্তর্জাতিক শ্রমিক দিবসেও রাজধানী ছিল ফাঁকা। তবে আজ আবারও যানজটের ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের ভোগান্তি দেখা যায়। বিশেষ করে রাজধানীর আগারগাঁও, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় প্রচণ্ড যানজট দেখা যায়।

এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে যানজট সৃষ্টি হয়ে। ফলে শত শত যানবাহন রাস্তায় আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে লোকজন হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। বিশেষ করে তেজগাঁও ফ্লাইওভারে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুজনকে।

সকাল ৯টায় রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে তেজগাঁও ফ্লাইওভার আটকে যান জামাল উদ্দীন। তিনি বলেন, বাসা থেকে বের হয়ে আগারগাঁও ও বিজয় সরণি হয়ে যানজট কাটিয়ে মোটরসাইকেল নিয়ে তেজগাঁও ফ্লাইওভারে উঠি। কিন্তু তেজগাঁও ফ্লাইওভার ওঠার পড়ি সবচেয়ে বেশি বিপাকে। ঘণ্টা পার হয়ে যায় যানজট তবু ছুটে না।

বিজয় সরণিতে চলাচলকারী এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি বাসের চালক মো. পারভেজ বলেন, ঈদের ছুটির সময় ঢাকায় গাড়ি চালিয়েছি, রাস্তা একদম ফাঁকা ছিল। এখন আবার যানজট শুরু হয়েছে। বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত যানজট। আস্তে আস্তে আগের রূপে ফিরছে যানজট।

এদিকে, রাজধানীর যানজটের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে, ঢাকায় ঈদের ছুটির আমেজ আস্তে আস্তে কাটছে। শহরে মানুষের উপস্থিতি বাড়ছে, সঙ্গে যানজটও। তবে এখনো পুরোপুরি রাস্তায় যানজট সৃষ্টি হয়নি।

রাজধানীর তেজগাঁও এলাকার যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, সকাল থেকে একটু চাপ ছিল রাস্তায়, তবে এখন আস্তে আস্তে কমে আসছে। ঈদের ছুটি শেষ হয়েছে। রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তাই রাস্তায় কিছুটা চাপ রয়েছে। তবে এখনো সেই ভাবে রাস্তায় যানজট লক্ষ্য করা যায়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা আজ

ঢাকায় ফের ভূমিকম্প

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

ঢাকার পাশেই ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড. ইউনূসের