প্রকৌশলীরা সফল হলেই সামগ্রিক উন্নয়ন দৃশ্যমান হয় : ইঞ্জি সবুর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর বলেছন, প্রকৌশলীরা স্থানীয় উন্নয়নে সফল হলেই সামগ্রিক উন্নয়ন অনেকটাই দৃশ্যমান হয়ে। প্রকৌশলীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে আইইবির কেন্দ্রগুলো সব সময়ই কাজ করে যাবে। এসময় তিনি আইইবি খুলনা কেন্দ্রের এই নতুন জায়গাটাতে স্থায়ী ভবন তৈরিতে বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুরের নেতৃত্বে খুলনার সোনাডাঙ্গায় আইইবি খুলনা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন, ৫৪তম সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
আইইবি খুলনা কেন্দ্রের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আইইবির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আইইবির সদস্যদের সমর্থন কামনা করেন। এসময় সবার কাছে ভোট চেয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমেই বিদেশি ষড়যন্ত্রের জবাব দিতে হবে। সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারাধিকার প্রয়োগ করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমান করবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।
সভা শেষে আইইবির খুলনা কেন্দ্রের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইঞ্জি. মোঃ আব্দুল্লাহ থেকে আইইবি’র ২০২৩-২৫ মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জি. ড. মোঃ সোবহান মিয়া এবং বিদায়ী সম্পাদক ইঞ্জি. হুসাইন মোহাম্মদ এরশাদ থেকে সম্মানী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জি. মোঃ মাহমুদুল হাসান৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, আইইবির আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. রনক আহসান ও ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী, ঢাকা সেন্টারের সম্পাদক ইঞ্জি.মোঃ নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চুক্তি সই করল বাংলাদেশ-পাকিস্তান

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে
Link Copied