ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ১২:২৫

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনে গুলশান-২ এর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন হাজারের বেশি ভোটার থাকলেও সকাল থেকে ভোট পড়ছে হাতেগোনা কয়েকটি। 

সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিত কম দেখা যাচ্ছে। এর মধ্যে ৬৫ নম্বর কেন্দ্রটিতে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র সাতটি। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৫৩৯। 

আর ৬৬ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৩/৪টি। গুলশান এলাকার লোকজন সকালে ঘুম থেকে না ওঠায় ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন ৬৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। 

৬৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল্লাহ উমর নাছির বলেন, আমার কেন্দ্রটি পুরুষ ভোটার কেন্দ্র। এই পর্যন্ত পাঁচ প্রার্থীর পোলিং এজেন্ট পেয়েছি। নৌকা, লাঙ্গল, সোনালী আঁশ, গোলাপফুল ও একতারা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টায় সাতটি ভোট পড়েছে এখানে।  

৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার বলেন, গুলশান এলাকার লোকজন ঘুম থেকেই ওঠেনি। আমার কেন্দ্রে ৩/৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট দিতে আসবে। ৬৬নং কেন্দ্রটি মহিলা কেন্দ্র বলে জানান এই কর্মকর্তা।  এই কেন্দ্রে ৩১২৯ জন ভোটার রয়েছেন। 

এই কেন্দ্রে নতুন ভোটার আফসানা রহমান জানান, আমি এই বছর প্রথম ভোট দিয়েছি। আমার অনুভূতি অনেক ভালো। ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

গত ১৫ মে মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শূন্য হয় এ আসন।

এমএসএম / এমএসএম

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা আজ

ঢাকায় ফের ভূমিকম্প

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

ঢাকার পাশেই ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড. ইউনূসের