ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

তথ্য বিভ্রাট : ফাইজারের টিকা আসছে রাতেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২১ বিকাল ৫:১৮

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনা ভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান দেশে আসা নিয়ে তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা রোববার (৩০ মে) সকালে জানান, আজ রাতেই কোভ্যাক্সের ১ লাখ ৬ হাজার ডোজ টিকার প্রথম চালান আসছে। তবে আরেক কর্মকর্তা দুপুরে জানান, আজ টিকার চালান আসছে না। টিকা আসতে আরো ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে।

সকালে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ও ফ্লাইট উল্লেখ করে ফাইজারের টিকার প্রথম চালান আসার তথ্য দেয়ার পর কী কারণে আজ টিকা আসছে না বলে আবার নতুন তথ্য দেয়া হলো, এমন কৌতূহল থেকে  এ প্রতিবেদক স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সঙ্গে যোগাযোগ করেন।

জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাতে আমি নিশ্চিত, রাতেই টিকার চালান আসছে। তিনিই আজ সকালে গণমাধ্যমকে টিকা আসার কথা জানিয়েছিলেন।

অপরদিকে আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছেন আজ টিকার চালান আসছে না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, তিনি জনৈক ডাক্তারের কাছে শুনেছেন আজ টিকা আসছে না। তিনি এ ব্যাপারে ডা. শামসুল হকের সঙ্গে আলাপ করে জানাবেন বলে জানান। কিছুক্ষণ পর তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, আসলে তিনি যার কাছ থেকে তথ্য পেয়েছিলেন সেটি ভুল ছিল।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র হিসেবে কারো মুখের কথা শুনে যাচাই-বাছাই না করে এভাবে তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে তথ্য বিভ্রাটে শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

এমএসএম / জামান

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে ‘বিভ্রান্তি’, সরকারের বিবৃতি

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

এ্যাবের কমিটিতে একটি অঞ্চলের প্রাধান্য পাচ্ছে কৃষিবিদদের ক্ষোভ

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ১৩ প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব : মাহফুজ

নির্বাচন পর্যবেক্ষণে সর্বদলীয় সমর্থন চাইছে কমনওয়েলথ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০ ছাড়াল

দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবেঃ সেনাপ্রধান