স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার নিরাপদ খাদ্য: বিএফএসএ চেয়ারম্যান
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে ও মাস্তুল ফাউন্ডেশনের সহায়তায় রাজধানীর হাজারীবাগ এলাকায় মাস্তুল স্কুলে আয়োজিত হাত ধোয়া ও এতিমদের মধ্যে নিরাপদ খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার এ কথা বলেন।
দুপুর একটায় শুরু হওয়া এ কর্মসূচিতে তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার নিরাপদ খাদ্য। অনিরাপদ ও সুষম খাবার গ্রহণ না করার কারণে আমাদের দেশের ফুটবলাররা ৯০ মিনিট খেলতে পারে না, কিন্তু অন্যান্য দেশের খেলোয়াড়েরা ঠিকই ১২০ মিনিটও খেলতে পারে। তাই খাবারটা যেমন নিরাপদ হতে হবে, তেমনি খাবারের আগে ও পরে নিরাপদতা রক্ষা করতে হবে। এতে করে আজকের দিনের শিশুরা আগামী দিনের নেতা হিসেবে ভবিষ্যত বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে পারবে।" তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে মেধা ও স্বাস্থ্যের বিকাশের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মেধা ও স্বাস্থ্যের বিকাশ ছাড়া স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে না। তাই তিনি সবাইকে নিজ নিজ উদ্যোগে নিজেদের খাবারটা নিরাপদ রাখার উপর জোর দেন ও জাতির জনকের আত্নার মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। তিনি মাস্তুল ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান কার্যকলাপ সম্পর্কে অবহিত করে বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও এর কর্মকর্তাবৃন্দ মাস্তুল স্কুল, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য খাবারের উপদেশ দেন।
তিনি সরকারের সকল মন্ত্রণালয় ও সংস্থা থেকে এমন মানবিক কাজের উদ্যোগ প্রত্যাশা করেন যাতে সকলে মিলে বঙ্গবন্ধুর বাংলাকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করা যায়। এছাড়া উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্ল্যানিং ও ডেভেলপমেন্ট এর প্রধান ফারহানা ইয়াসমিন । তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, এ কর্মসূচির মাধ্যমে মাস্তুল স্কুল, মাস্তুল মাদ্রাসা, মাস্তুল ফাউন্ডেশন পরিচালিত এতিমখানা ও আশেপাশের বস্তি থেকে আগত ৩০০ জন শিশুকে নিরাপদ খাবার পরিবেশন করা হয়। বিএফএসএ চেয়ারম্যান উপস্থিত শিশুদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
হাত ধোয়া কর্মসূচি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি সচেতনতামূলক কার্যক্রমের অংশ। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্থাটি সচেতনতা বাড়াতে হাত ধোয়া কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। মাস্তুল স্কুলের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন বিএফএসএ কর্মকর্তা ইমরান হোসেন মোল্লা, মেহরীন যারিন তাসনিম ও রৌশন আরা বেগম প্রমুখ।
এমএসএম / এমএসএম
আজকের আবহাওয়া: ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আমরা চলে যাওয়ার জন্য তৈরি আছি : ধর্ম উপদেষ্টা
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না, ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা
ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব
হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার: র্যাব
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
এবার নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল
নিরাপত্তা শঙ্কা : দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার
বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা
Link Copied