ভোট দিতে চান রিহ্যাব সদস্যরা
দীর্ঘ সময় ধরে রিহ্যাবের সাধারন সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের সংগঠনের নেতা নির্বাচন করার সুযোগ পায়না বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। প্রতিবেদককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত দিনের মতো পছন্দের বাইরে এবারও কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেবেন না বর্তমান সভাপতি আলমগীর সামসুল আলামীন । এমন অভিযোগ করে এম এ আউয়াল বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য তিনি এবছর এজেন্ডা উল্লেখ করে মতবিনিময় সভা আয়োজনের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেন, কিš‘ তার এ আবেদনে সাড়া দেননি প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার সরকার তরিকুল আলম।
তাঁর অভিযোগ, এরই মধ্যে আজ্ঞাবহ ব্যক্তিদের সমন্বয়ে একটি নির্বাচন বোর্ড গঠন করেছেন বর্তমান সভাপতি আলমগীর শামসুল আলামীন । সেই নির্বাচন বোর্ড এরই মধ্যে রিয়েল এষ্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৩-২০২৫)এর তফসিল ঘোষনা করেছেন।১৭ আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং ২৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসীল অনুযায়ী আগামী ২৮ আগস্ট হতে ০২ সেপ্টেম্বর পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।আগামী ০৯ অক্টোবর ঢাকা অঞ্চলে ২৬ জন ও চট্রগ্রাম অঞ্চলে ৩ জন পরিচালক পদে সরাসরি নির্বাচনে নির্বাচিত হবার নিয়ম রয়েছে।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে এম এ আউয়াল বলেন, বর্তমান সভাপতি নিজ পছন্দে সংঘবিধি ৩(১) ও ৩(২)(যেখানে বলা আছে রিহ্যাব সদস্যদের মধ্যে নির্বাচন কমিশন গঠন করিতে হইবে) যথাযথ অনুসরন না করে সাধারন সদস্যদের অপরিচিত ব্যাক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে, সিলেকশনে নয় ইলেকশনের মাধ্যমে কমিটি গঠনের জন্য রিহ্যাব সদস্যদের নিয়ে নানাবিধ উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি মনে করেন, রিহ্যাব সদস্যদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। নির্বাচন নিয়ে যথেষ্ট শংকা আছে জানিয়ে তিনি প্রতিবেদককে বলেন, একটি অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সাধারন সদস্যরা আজ ঐক্যবদ্ধ। এ বিষয়ে আমরা এফবিসিসি আই ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রয়োজনীয় সব রকম ব্যব¯’া গ্রহন করবো।
বর্তমান সভাপতির উদ্যোগে অসন্তোষ প্রকাশ করে এই তফসীলকে প্রশ্নবিদ্ধ ও প্রহসণ বলে প্রতিবেদককে জানিয়েছেন রিহ্যাবের সাবেক প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া। তিনি বলেন, এর আগেও নিয়ম বহির্ভূতভাবে সদস্য বহিস্কারসহ নানাবিধ কারনে মতবিরোধ তৈরি হওয়ায় আমি স্বে”ছায় পদত্যাগ করেছি। তিনি আরও জানান, রিহ্যাবের সাধারন সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের সংগঠনের নেতা নির্বাচন করার সুযোগ পায়নি। প্রতিবারই অদৃশ্য শক্তির ছোঁয়ায় কেউ মনোনয়ন ফরম কিনতে পারেনি।সন্ত্রাসীদের মহড়া দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে নির্বাচনে আগ্রহী প্রাতীদেরকে মনোনয়ন কিনতে বাধা দেয়া হয়েছে। তাই ঘোষিত তফসিল এবং গঠিত নির্বাচন বোর্ড নিয়ে সাধারণ সদস্যদের আপত্তি রয়েছে। তিনি বলেন, বর্তমান সভাপতি আলমগীর শামসুল আলামিন নয় বছর ধরে সভাপতির পদে রয়েছেন। যদিও তাঁর বির“দ্ধে অর্থ তসর“প ও নানা অনিয়ম নিয়ে করা অভিযোগের সত্যতা পেয়েছে বানিজ্য মন্ত্রণালয় ।
এসব বিষয় নিয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদককে রিহ্যাব সভাপতি জানান ‘আমার বির“দ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। রিহ্যাবে সিলেকশন কিভাবে হয় প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবেব শামসুল আলামীন জানান সাবেক রিহ্যাব সভাপতিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদের পরামর্শে প্রতিবার রিহ্যাবের কমিটি গঠন করা হয় তবে তিনি উপদেস্টা পরিষদের কারও নাম প্রতিবেদককে জানাতে পারেননি।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার সরকার তরিকুল আলমের সাথে ফোনে ও হোয়াটসআ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান।
এমএসএম / এমএসএম
ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী
৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা আজ
ঢাকায় ফের ভূমিকম্প
স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা
একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি সরকারের
ঢাকার পাশেই ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল
আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে