ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মায়মুনা মান্নান

শখের পেশায় ব্লগার মায়মুনা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৩ রাত ৮:২৭

তাঁর নাম মায়মুনা মান্নান। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মায়মুনা মিথি নামে। মিথির ব্লগ ভিডিও এর মূল কনটেন্ট খাবারের ও শপিংয়ের রিভিউ করা। তার ব্লগ তৈরির গল্প জানিয়েছেন আমাদের। "রান্না করা আমার ভীষণ প্রিয়, প্রথমে ভেবেছিলাম সবার সাথে খাবার এর ভিডিও রেসিপিগুলো শেয়ার করা যায় ! সেখান থেকেই শুরু।" এভাবেই মায়মুনা মিথির ব্লগ বানানো শুরু। এ পর্যন্ত রেসিপি এবং ফুড ব্লগিং নিয়ে ২০০ এর বেশি ভিডিও আছে মায়মুনা মিথি চ্যানেলে। কনটেন্ট তৈরির বিষয়ে কোন দিকগুলো গুরুত্ব দিতে হয় জানতে চাইলে মিথি জানান, আমি সবসময় চিন্তা করি আমার কন্টেন্ট এর মূল বিষয়টিকে সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করার। তাই আমার ফ্যানরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন ! এছাড়াও কন্টেন্ট এর মূল বিষয়টিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, মূল বিষয়বস্তুর ইতিহাস উপস্থাপন, ক্লিয়ার সাউন্ড, ভিডিও কোয়ালিটি এগুলোর উপর গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করি। ব্লগ ভিডিও বানানো মিথির শখের কাজ হলেও পেশাগত দিকে মিথি একজন অনলাইন ব্যবসায়ী। এ ব্যাপারে তিনি জানান, বর্তমান যুগ ই-কমার্স এর যুগ ! কন্টেন্ট ক্রিয়েশন এর পাশাপাশি আমি দেশের বাইরে থেকে জুয়েলারি ইম্পোর্ট করে সেগুলো আমার নিজের ওয়েবসাইট ঝটজঠঅঘঅ এর মাধ্যমে সেল করছি! নিজের জনপ্রিয়তা দারুণ উপভোগ করেন তিনি। কোথাও ঘুরতে গেলে বা বাহিরে কোথাও হুট করে কেও চিনে ফেললে যখন সামনে এসে বলে আমি আপনার ভিডিও দেখি ওই মূহুর্তটায় নিজের প্রতি অনেক প্রাউড ফিল করি। মিথির জন্ম রাঙ্গামাটিতে। বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম আমেনা মান্নান। মিথি ইএগঊঅ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। গত বছরের নভেম্বরে মো. নাহিদ হাসান নোভেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী নোভেল বর্তমানে দেশে এবং দেশের বাহিরে ব্যবসা করছেন। ভিডিও কনটেন্ট নিয়ে তার আরও  পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমি ফুল টাইম বিজনেসের সাথে এঙ্গেজড, তাই এখন ভিডিও কনটেন্ট এ কম সময় দেওয়া হচ্ছে। তবে এবছরের শেষে দেশের বাহিরে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তাই একসাথে সেসব জায়গার ফুড এক্সপেরিয়েন্স এবং ট্রাভেল ব্লগ দুইটা নিয়েই কাজ করার ইচ্ছা আছে। আপাতত এটুকুই পরিকল্পনা।

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন