ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও: সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:৪০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি এখনও ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি (নির্বাচনের) অনুকূলে নাই, তবে এর অর্থ এই নয় যে নির্বাচন করবো না। আমি নৌকা চালাই; স্রোতের অনুকূলে চালাতে পারি, প্রতিকূলে হলেও আমাকে চালাতে হবে। আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সিইসিকে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে লিভ ইট (বন্ধ করে দেবেন)। তাহলে পুরো দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয় তখন আপনি কী করবেন?’

এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাহলে নির্বাচন হবে না, আবার হবে। তাহলে পুরো দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে। ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দিয়ে আবার করবো। উই হ্যাভ টু বি কারেজিয়াস, উই হ্যাব টু ডু দ্যাট।’

আজ গণমাধ্যম সম্পাদকদের এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এতে অতিথিদের পাঠানো আমন্ত্রণপত্রের সঙ্গে একটি ধারণাপত্রও পাঠিয়েছিল ইসি। সেখানে বলা হয়েছে, ‘আসন্ন সংসদ নির্বাচন প্রশ্নে সরকার ও কমিশনের বিষয়ে কতিপয় রাজনৈতিক দলের গণমাধ্যমে প্রচারিত অনাস্থা কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনের প্রয়াস আমরা অব্যাহত রেখেছি। তবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি।’

ধারণাপত্র প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমি নিজেই লিখতে পারি, নিজেই টাইপ করতে পারি। সেজন্য হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। ওখানে যে কথাটা বলেছি তা খুব আন্তরিকভাবে বলেছি। প্রথম থেকে যেদিন দায়িত্ব নিলাম সেদিন থেকেই বাধা দেখছি- আপনারা কী পারবেন? এটা হয়েছে সেটা হয়েছে ইত্যাদি ইত্যাদি....। ফিল্ডটা যে খুব মসৃণ তা কিন্তু নয়। কিছু কিছু কাঁটা আছে। সেজন্য আমরা আবেদন করেছি। আপনারা চেষ্টা চালিয়ে যান, পরিবেশ যাতে আরও অনূকূল হয়ে ওঠে।’

তিনি বলেন, ‘ভাষাটা হয়তো আর্টিকুলেশন রং (স্পষ্ট উচ্চারণগত ভুল) হয়ে গেছে। আমি এখনো ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি অনুকূলে নাই। তবে এর অর্থ এই নয় যে নির্বাচন করবো না। আমি নৌকা স্রোতের অনুকূলে চালাতে পারি, প্রতিকূলে হলেও আমাকে চালাতে হবে। আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে।’

এমএসএম / এমএসএম

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা আজ

ঢাকায় ফের ভূমিকম্প

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

ঢাকার পাশেই ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড. ইউনূসের

ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য বিএমইউতে জরুরি প্রস্তুতি