আইসিসিবিতে শুরু হয়েছে নবম লেদারটেক বাংলাদেশ

চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, ক্যামিকেল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৩’-এর নবম আসর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিক উদ্বোনের মাধ্যমে এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটির আয়োজন করে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুইয়া বলেন, লেদার টেক বাংলাদেশের আয়োজন আমরা প্রতিবছরই করে থাকি। এই আয়োজনটা আমাদের নবম প্রয়াশ। আন্তর্জাতিক বাজারের জন্য আমাদের লেদার, গার্মেন্টস এবং ফার্নিচার সেক্টরে যারা টেকনোলজি প্রস্তুত কারক আছেন, উনাদেরকে আমরা আমন্ত্রণ করি। যাতে করে দেশীয় শিল্প গুলো এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।
জুতা তৈরি শিল্পের যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যবসার পরিধি বাড়াতে এবং নতুন নতুন টেকনোলজির সম্পর্কে জানতে এই লেদার টেক এক্সিবিশন সহায়তা করতে পারে বলে মনে করছেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির (বিপিপিএস) ভাইস প্রেসিডেন্ট মো আশরাফ। তিনি বলেন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি দেশের সবচেয়ে পুরনো এবং সব থেকে বড় শ্রেনিকে নিয়ন্ত্রণ করে। একটি জুতা তৈরি করতে যত ধরনের এক্সেসরিজ লাগে তা আমাদের থেকে আসে। আমাদের এই ব্যবসা মূলত পুরান ঢাকা কেন্দ্রিক। তবে বড় বড় প্রতিষ্ঠান গুলো আমাদের সঙ্গে যুক্ত আছে। শুরু থেকেই আমরা এই লেদার টেকের সঙ্গে আছি এবং সামনেও থাকবো। এই লেদার টেক ফেয়ারে মূলত যা হয়, সেটা হচ্ছে আমরা নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারি।
বিপিপিএসর ভাইস প্রেসিডেন্ট মো আশরাফ বলেন, বৈশ্বিক এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে আমাদের টিকে থাকতে হলে এবিষয়ে জানা জরুরি। বাংলাদেশের ১৮ কোটি জনগণের প্রায় ৯০ ভাগ পাদুকা বাংলাদেশে তৈরি হয়ে থাকে। এছাড়াও আমরা প্রায় ২২ বিলিয়ন ডলারের পাদুকা এক্সপোর্ট করে থাকি। তবে যুগের পরিবর্তন হওয়ায় সঙ্গে সঙ্গে নন লেদার পাদুক মার্কেট অনেক বড় হয়েছে। যেটা সম্পর্কে আমরা এইসব ফেয়ারে আসলে জানতে পারি এবং দেখতে পারি।
আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে বলেন, এবারের প্রদর্শনীতে চীনের অংশগ্রহণ বাংলাদেশের জুতা ও চামড়াজাত পণ্য খাতের উল্লেখযোগ্য সম্ভাবনাকেই প্রতিফলিত করে। বিগত বছরগুলোতে লেদারটেক বাংলাদেশ ‘চামড়া শিল্প নেটওয়ার্কিং ফোরাম’ হিসেবে ফুটওয়্যার এবং ট্রাভেল গুডস সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছে। তিন দিনের এই প্রদর্শনী থেকে স্থানীয় শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে।
৯ম লেদারটেক বাংলাদেশ-২০২৩ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি (বিপিপিএস)।
ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই), ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (ইফকোমা) ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ফুটওয়্যার ইন্ডাস্ট্রি (সিআইএফআই) সহ ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার ২ নভেম্বর থেকে শুরু হওয়া তিনদিনের এই প্রদর্শনীটি চলবে আগামী শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমএসএম / এমএসএম

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
