ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে ৩৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ রোববার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই আপিলের শুনানি শুরু হয়।
আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করছেন।
শুনানিতে এ পর্যন্ত ৫৭ জন প্রার্থীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৫ জন, হারিয়েছেন ১৮ জন। এছাড়া চারজন প্রার্থীর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে তাদের কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ইসি সূত্র জানায়, আপিলের শেষ দিনে শনিবার রংপুর অঞ্চলে ৯টি, রাজশাহী অঞ্চলে ১৮, খুলনা অঞ্চলে ১৬, বরিশাল অঞ্চলে ৮, ময়মনসিংহ অঞ্চলে ১৬, ঢাকা অঞ্চলে ১৬, ফরিদপুর অঞ্চলে ৩, সিলেট অঞ্চলে ৪, কুমিল্লা অঞ্চলে ২৭ ও চট্টগ্রাম অঞ্চলে ১২টি আবেদন জমা পড়ে।
আপিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ পর্যন্ত রংপুর অঞ্চলে ৫৪, খুলনা অঞ্চলে ৬৯, বরিশাল অঞ্চলে ২৪, ময়মনসিংহ অঞ্চলে ৬৬, ফরিদপুর অঞ্চলে ২৩, চট্টগ্রাম অঞ্চলে ৪৭, ঢাকা অঞ্চলে ৮৮, কুমিল্লা অঞ্চলে ৩৩, সিলেট অঞ্চলে ২৩ ও রাজশাহী অঞ্চলে ৭৪টি আপিল জমা পড়েছে। সর্বোচ্চ ঢাকা এবং সর্বনিম্ন আপিল পড়েছে ফরিদপুর ও সিলেটে।
এবারের নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১ জনের। আজ রোববার থেকে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।
এমএসএম / এমএসএম
নির্বাচন: তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল
বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
একনেকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প বাতিল
সাংবাদিকের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের মালিককেও দায়িত্ব নিতে হবে
এনআইডি সংশোধন কার্যক্রম শুরু
গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা
‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি