যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৩ ডিসেম্বর কালো রাতে মোহাম্মদপুর রায়ের বাজার ইট খোলায় শহীদদের লাশ ফেলে রেখে যায়। দেশ স্বাধীন হওয়ার পর সেই রায়েরবাজার বধ্যভুমিটিকে শহীদ বুদ্ধিজীবী স্বরণে স্মৃতিসৌ নির্মাণ করা হয়।

১৩ ডিসেম্বর রাতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজাল্ন করে হয়। ভোর হতেই এখানে রাজনৈতিক পেশাজীবি মুক্তিযুদ্ধরা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান শহীদদের। ১৪ ডিসেম্বর সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সাথে সকাল ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিবসটি পালন কালে আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন, আদাবর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম, সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিব আমজাদ, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্ট্রন, ৩৪ নং ওয়ার্ড শেখ মোহাম্মদ হোসেন খোকন উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর আগে সকাল ৮ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সহ দেশবরেণ্য কবি সাহিত্যিক লেখক সাংবাদিক শিক্ষক ও অনেক গুনী ব্যক্তি বর্গদের বিনম্র শ্রদ্ধা জানানো হলে এরপর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। পরে দলে দলে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল যোগে আসতে থাকেন রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলে ফুলে ভরে যায় পুরো স্মৃতিসৌটি।
এমএসএম / এমএসএম
নির্বাচন: তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল
বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
একনেকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প বাতিল
সাংবাদিকের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের মালিককেও দায়িত্ব নিতে হবে
এনআইডি সংশোধন কার্যক্রম শুরু
গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা
‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি
শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে : শিক্ষা সচিব
Link Copied