ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ১২:১৪

ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তবে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির মুখপাত্র।

বিরোধী দল বিএনপির মুখপাত্র অভিযোগ করেছে ভারত বাংলাদেশের নির্বাচনে প্রভাব খাটাচ্ছে, কেননা ভারত চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হোক— এমন প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনী ভাগ্য সে দেশের জনগণই ঠিক করবেন। অন্য কেউ নন। অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।

অরিন্দম বাগচি আরও বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক— এটাই ভারতের চাওয়া।

সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সফরের বিষয়ে জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, তার সফরের খবর আমি গণমাধ্যমে পড়েছি। হতে পারে এটা তার ব্যক্তিগত সফর। 

দিল্লি সফরে পিটার হাস কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন কি না— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অরিন্দম বলেন, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। 

আবিদ রহমান / আবিদ রহমান

নির্বাচন: তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

একনেকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প বাতিল

সাংবাদিকের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের মালিককেও দায়িত্ব নিতে হবে

এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি

শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে : শিক্ষা সচিব