নারীসহ সবাইকে কর্মস্থলে ফেরার আহ্বান তালেবানের
![](/storage/2021/August/1Lyo9o0GOlGoPU04wRkL1Sw8zPem9cBS3EfO0ZLs.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। তারা জানিয়েছে, বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল তাদেরকে আটক করা হয়েছে। তালেবান নেতাদের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তাদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করত বলে কাউকে হেনস্তা করা যাবে না। এছাড়া আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বানও জানানো হয়েছে।
কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান আব্দুস সালাম হানাফি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকুরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। এমনকি তিনি নারী চাকুরিজীবীদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।
এদিকে আলজাজিরা জানিয়েছে, আফগান গোয়েন্দা বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা সোমবার মার্কিন বিমানে চড়ে কাবুল ত্যাগ করেছেন। তবে তারা কোথায় যাচ্ছেন তা পরিষ্কার নয়।
রোববার তালেবান আফগানিস্তান দখল পর থেকেই লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই যেন জল্পনা শেষ হচ্ছে না। এর মধ্যেই লোকজন দলে দলে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে। তবে তালেবানের পক্ষ থেকে বার বার লোকজনকে আশ্বস্ত করা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশের জনগণের সেবায় কাজ করবে।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।
অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতাদের দমন করা হলেও ‘শান্তিরক্ষার স্বার্থে’ সেখানে ঘাঁটি গেড়ে অবস্থান করছিল পশ্চিমা সেনারা। কিছু বছর পার হওয়ার পর সেখান থেকে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশের সেনাদের ফিরিয়ে নেয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রও তাদের সেনাদের ফিরিয়ে নিতে শুরু করলে প্রত্যন্ত এলাকা দখল করে থাকা তালেবান কাবুলের ক্ষমতার মসনদে উঠতে জোর লড়াইয়ে নামে। যদিও এর মধ্যে তালেবানের সঙ্গে কাবুলের শাসকগোষ্ঠীর সংঘাতের অবসানে কাতারসহ বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় নানা সময়ে আলোচনা হয়েছে। কিন্তু সব আলোচনাই ভেস্তে গেছে।
জামান / জামান
![](/storage/2025/February/5ggWsyrNbRnieGhGlpyzDQEWA4lxgKKqwLlnxpMP.jpg)
মারা গেছেন মানবহিতৈষী আগা খান
![](/storage/2025/February/6Nr314a6uuLc0ee6rfFHGurAdtfK2mQwlsxhieTU.jpg)
গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প
![](/storage/2025/February/l6p5FWkbHSVjkxFFqQ6sxuk8IYdJJ5iSdpOnxZEK.jpg)
শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে
![](/storage/2025/February/4idzs2cqnwFmITxoAZa5S37RCNHzIICdHrRHslWr.jpg)
কানাডা-মেক্সিকো-চীনের নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
![](/storage/2025/February/nlq2JGNMuVSGGdkjwxhW6O5MfiLccY0sToVxLXQJ.jpg)
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
![](/storage/2025/February/8vXF20kVttttrQjxBn02OBXE6LNIFRmVJbCIEL0P.jpg)
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের
![](/storage/2025/February/DM73WjYb26lMbWxxIP0sLFWl2ZpWZotzgBOanwme.jpg)
গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য
![](/storage/2025/February/mJhGwBO1jGYUOPiqn7nPubWf9j5CgcKdOl1YoKEO.jpg)
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা
![](/storage/2025/February/4vFvLM7Ov7Fwq9I80iuAobq2LgBtYkuDNUNyQzg0.jpg)
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে মেক্সিকোও
![](/storage/2025/February/bFYX8X9MKT23IOjVsuef8PRA9wGjGns1G5BHK45N.jpg)
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের
![](/storage/2025/February/JiKAeqvz0eY75RGASUb2afnzMEh7shkfvawq1CZT.jpg)
গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য
![](/storage/2025/February/mkW24xUxY0RNpmfFSTijTm4IJxOtLAdAlGY2MCMI.jpg)
ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে
![](/storage/2025/February/UWnt9TW35IZwrKdZDBl1ugNqZC6vueCSouwUz96H.jpg)