ঢাকা বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রিমান্ড শেষে মিল্টন সমাদ্দার কারাগারে


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৯-৫-২০২৪ বিকাল ৫:৫৫

প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরি ও মানবপাচার আইনের পৃথক দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানব পাচার আইনের মামলায় রিমান্ড শেষে তাকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের এসআই মোহাম্মদ কামাল হোসেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুস ছালাম শিকদার জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন সমাদ্দারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ৫ মে তাকে মানব পাচার আইনের মামলায় গ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম। শুনানি শেষে আদালত তাকে মানব পাচার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচার আইনে তিনটি মামলা করা হয়।

এমএসএম / এমএসএম

মিলেছে ‘হারিছ চৌধুরীর’ ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ

গণহত্যায় গ্রেপ্তার দেখানো হলো আমু ও কামরুলকে

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনানি কাল

চিন্ময়ের জামিন শুনানি পেছাল

আজ আবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি

ট্রাইব্যুনালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গোলাম ছাব্বিরের জামিন আবেদন

ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষায় বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি

সারাদেশে নিম্ন আদালতে অবকাশ শুরু

১৫ আগস্ট ছুটির রায় স্থগিত

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত : অ্যাটর্নি জেনারেল

প্রাথমিকে ২০৮ জনের পদ শূন্য রাখতে হাইকোর্টের নির্দেশ