ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

তালেবানদের ভালোবাসা দিয়ে মানবিক করতে চান মাহিকা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ বিকাল ৬:৫৫

দুই দশক পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। এরপর থেকে প্রাণে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন অসংখ্য মানুষ। তালেবান বাহিনী ক্ষমতা দখল করার করায় দেশটির নারী ও শিশুদের ভবিষ্যৎ ঘোর অশ্চিয়তার মধ্যে পড়তে যাচ্ছে বলেও ধারণা করা হয়েছে। বিশেষ করে নারীরা আগের মতো স্বাধীন জীবনযাপন করতে পারবেন না বলেই ভয় সবার মনে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। আফগান নারীদের অবস্থা নিয়ে চিন্তিত মাহিকা। আর তাই নারীদের সম্মান করা শেখাতে তালেবানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি।

টুইটারে তিনি লিখছেন, ‘তালেবানরা তাদের মা-বোন থেকে কখনও ভালোবাসা পায় না। সে জন্যই অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কী ভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’

মাহিকার ভাষ্য, ‘ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কী ভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত আর তালেবানদের হাত থেকে বাাঁচানো উচিত।’

অন্য এক টুইটে মাহিকা লেখেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেদ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?’

পোস্টের পরপরই ট্রোল শুরু হয় মহিকাকে নিয়ে। একজন লিখেছেন, ‘ওরা তোমায় মেরে ফেলবে।’ আরেকজন লেখেন, ‘তালেবানরা তোমার মতোই সুন্দরী মেয়েদের খুঁজছে।’

সূত্র : নিউজ ১৮ বাংলা

এমএসএম / এমএসএম

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি