বৃষ্টির দিনের চায়ের সাথে চিকেন পাকোড়া

ছোট বড় সবার পছন্দের তালিকায় থাকে পাকোড়া। আমরা সাধারণত বাসায় প্রায়ই সবজির পাকোড়া, চিংড়ির পাকোড়া বা আলুর পাকোড়া তৈরি করে থাকি। কিন্তু আজকে বৃষ্টির দিনে ভাবছেন বিকালের নাস্তায় কি তৈরি করবেন? এতো না ভেবে চায়ের সাথে খেতে মুরগির মাংস দিয়ে খুব মজাদার চিকেন পাকোড়া তৈরি করে নিন। চলুন জেনে নেই সহজে সুস্বাদু চিকেন পাকোড়ার রেসিপিটি।
তৈরির জন্য যা যা লাগছে
১. মুরগির মাংস - ২ কাপ
২. পেঁয়াজ কুচি- ২ টি
৩. কাঁচা মরিচ কুচি- ৫-৬টি
৪. ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ
৫. আদা কুচি- ১ টেবিল চামচ
৬. রসূন কুচি- হাফ টেবিল চামচ
৭. জিরা গুঁড়ো - হাফ টেবিল চামচ
৮. লেবুর রস- হাফ টেবিল চামচ
৯. হলুদ গুঁড়ো- হাফ টেবিল চামচ
১০. মরিচ গুঁড়ো- হাফ টেবিল চামচ
১১. ধনিয়া গুঁড়ো- ১ টেবিল চামচ
১২. কর্ণ ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
১৩. বেসন- ৩ টেবিল চামচ
১৪. লবন- স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে মুরগির মাংসগুলোকে ছোট সাইজে কেটে নিন। খুব বেশি বড় বা খুব বেশি ছোট না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকে। এখন মাংসগুলোর মধ্যে একে একে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসূন কুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে মিশিয়ে নিন। তারপর মাংসের টুকরোগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজে মেরিনিইন্ট করে রাখুন। এরপর মাংসের সাথে কর্ণ ফ্লাওয়ার এবং বেসন মিশান। প্রয়োজন হলে আরও বেসন মিশিয়ে নিন। এখন ভালো করে মেশানো হয়ে গেলে মাঝারি আঁচে গরম তেলের মধ্যে মাংসের টুকরাগুলো দিয়ে দিন। বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন। এখন চাটনী বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পাকোড়া।
প্রীতি / এমএসএম

মনে প্রশান্তি চান? করতে হবে এই ৫ কাজ

শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যেসব খাবার

খালি পেটে রসুন খেলে কী হয়?

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

ড্রাগন ফল কারা খাবেন, দৈনিক কতটুকু খাওয়া নিরাপদ?

ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করবে যেসব খাবার

তালের পায়েস তৈরির রেসিপি

মাথার ত্বকে ব্রণ হলে কী করবেন?

কফির সঙ্গে কী কী মিশিয়ে খেলে দ্রুত ফল মিলবে

সহকর্মীর সঙ্গে গল্পে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন

চকলেটের মিষ্টি ছোঁয়ায় বাড়বে ত্বকের উজ্জ্বলতা

অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থেকে যে বিপদ ডেকে আনছেন
