ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

তালেবানদের বেঁধে দেয়া সময়ের মধ্যে আফগান ত্যাগে মরিয়া যুক্তরাষ্ট্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১১:৩৬

তালেবানদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই আফগান ত্যাগ করতে মরিয়া হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই তালেবানরা বলে আসছে, এ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাবুল ত্যাগ করতে হবে। ৩১ আগস্টের পর তাদের কিছু হলে এর দায়ভার তালেবানরা নেবে না বলেও হুঁশিয়ার করা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সোমবার জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে। কিন্তু যুক্তরাজ্য, ফান্স ও জার্মানি ভার্চুয়াল জি-৭ বৈঠকে আফগান ত্যাগ করতে আরো সময় চেয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে।

তালেবানের এই মুখপাত্র বলেন, আগামী ৩১ আগস্ট শেষদিন। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায়, তাহলে সেটির প্রতিক্রিয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তালেবানের এই নেতা।

আগামী ৩১ আগস্টের পর সেনা সরিয়ে নেয়ার সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটেন চাপ দিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ব্যাপারে সুহাইল শাহিন বলেন, পূর্বঘোষিত ডেডলাইনের মধ্যেই বিদেশি সৈন্যদের প্রত্যাহার করতে হবে। অন্যথায় এটি ডেডলাইনের পরিষ্কার লঙ্ঘন।

পাশাপাশি তালেবান পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১ আগস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়ানো হবে না বলে জানিয়েছে।

এদিকে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর গত রোববার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের পরামর্শ দিয়েছিল সেখানে না যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে মনে করছে।

কাবুল বিমানবন্দরে সোমবার সকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক আফগান সেনা নিহত এবং আরেক মার্কিন সেনাসহ তিনজন আহত হয়েছেন।

জামান / জামান

আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৮৮ ফিলিস্তিনি

হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প

ফিলিস্তিনের পতন হলে ইরান, সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট

পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন

মহাকাশে রকেট পাঠাল মাস্কের স্পেসএক্স, দাঁড়িয়ে দেখলেন ট্রাম্প

থানায় ২০০ বানরের হানা, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী

ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক

লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র, ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর রাশিয়ার পরমাণু নীতি সংশোধন

ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না: গাজা সফরে নেতানিয়াহু