তালেবানদের বেঁধে দেয়া সময়ের মধ্যে আফগান ত্যাগে মরিয়া যুক্তরাষ্ট্র
তালেবানদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই আফগান ত্যাগ করতে মরিয়া হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই তালেবানরা বলে আসছে, এ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাবুল ত্যাগ করতে হবে। ৩১ আগস্টের পর তাদের কিছু হলে এর দায়ভার তালেবানরা নেবে না বলেও হুঁশিয়ার করা হয়েছে। খবর বিবিসির।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সোমবার জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে। কিন্তু যুক্তরাজ্য, ফান্স ও জার্মানি ভার্চুয়াল জি-৭ বৈঠকে আফগান ত্যাগ করতে আরো সময় চেয়েছে।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে।
তালেবানের এই মুখপাত্র বলেন, আগামী ৩১ আগস্ট শেষদিন। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায়, তাহলে সেটির প্রতিক্রিয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তালেবানের এই নেতা।
আগামী ৩১ আগস্টের পর সেনা সরিয়ে নেয়ার সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটেন চাপ দিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ব্যাপারে সুহাইল শাহিন বলেন, পূর্বঘোষিত ডেডলাইনের মধ্যেই বিদেশি সৈন্যদের প্রত্যাহার করতে হবে। অন্যথায় এটি ডেডলাইনের পরিষ্কার লঙ্ঘন।
পাশাপাশি তালেবান পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১ আগস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়ানো হবে না বলে জানিয়েছে।
এদিকে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর গত রোববার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের পরামর্শ দিয়েছিল সেখানে না যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে মনে করছে।
কাবুল বিমানবন্দরে সোমবার সকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক আফগান সেনা নিহত এবং আরেক মার্কিন সেনাসহ তিনজন আহত হয়েছেন।
জামান / জামান
মারা গেলেন থাইল্যান্ডের সাবেক রানি
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী
ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ট্রাম্পের কঠোর বার্তা
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০
যুদ্ধবিরতির পরও গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট চলছে: ডব্লিউএইচও
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
ঠিক মনে হয়নি, তাই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ট্রাম্প
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে নিয়ে সমালোচনা
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট