ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সোনুর নামে এবার মাংসের দোকান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ বিকাল ৬:৫০

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে বাড়িতে পাঠিয়ে 'খলনায়ক' থেকে বাস্তবে হিরো বনে যান এই অভিনেতা। এই পরিস্থিতিতে বরাবর মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।

আর গতবারের মতো এবছরও সমানতালে তিনি মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত চারিদিক, তখন আবারও ওষুধপত্র, অক্সিজেন কিংবা হাসপাতালে বেডের ব্যবস্থা করেছেন সোনু।

সম্প্রতি এক মজার ঘটনা সামনে এসেছে। যেখানে একজন সোনুর নামে মাংসের দোকান খুলেছেন। 

রোববার বলিউড অভিনেতা সোনু সুদ এ বিষয়ে এক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার নামে একটি মাংসের নামকরণ করা হয়েছে। যা দক্ষিণ ভারতের একটি নিউজ চ্যানেল সম্প্রচার করে। আর তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তেলেঙ্গানার করিমনগরে সোনুর নামে একটি মাংসের দোকান চালাচ্ছেন। এমনকি দোকানের সামনে ঝুলছে সোনুর বিরাট একটি ছবিও। আর ঘটনাটি সোনুর নজরে আসতেই তিনিও মজার ছলেই হাসির ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

সোনু লেখেন, আমি একজন নিরামিষভোজী। আর আমার নামে মাংসের দোকান! আমি কি এই ব্যক্তিকে শাক-সবজি নিয়ে কোনও ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারি? আর সোনুর এই প্রতিক্রিয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় পরে পোস্টটি। নেটিজনেরাও এতে হাসির খোরাক পান।

সে যা–ই হোক, সোনু সুদের এই কার্যক্রমে তিনি এখন জাতীয় বীর। করোনার এই সময়ে অসহায় মানুষের যেকোনো সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। সোনুর হাতে এ বছর বেশ কয়েকটি ছবি আছে। তার মধ্যে তেলেগু দুটি, হিন্দি একটি ও তামিল একটি ছবি।

সাদিক পলাশ / সাদিক পলাশ

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা

পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি