সোনুর নামে এবার মাংসের দোকান
করোনাকালে পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে বাড়িতে পাঠিয়ে 'খলনায়ক' থেকে বাস্তবে হিরো বনে যান এই অভিনেতা। এই পরিস্থিতিতে বরাবর মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।
আর গতবারের মতো এবছরও সমানতালে তিনি মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত চারিদিক, তখন আবারও ওষুধপত্র, অক্সিজেন কিংবা হাসপাতালে বেডের ব্যবস্থা করেছেন সোনু।
সম্প্রতি এক মজার ঘটনা সামনে এসেছে। যেখানে একজন সোনুর নামে মাংসের দোকান খুলেছেন।
রোববার বলিউড অভিনেতা সোনু সুদ এ বিষয়ে এক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার নামে একটি মাংসের নামকরণ করা হয়েছে। যা দক্ষিণ ভারতের একটি নিউজ চ্যানেল সম্প্রচার করে। আর তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তেলেঙ্গানার করিমনগরে সোনুর নামে একটি মাংসের দোকান চালাচ্ছেন। এমনকি দোকানের সামনে ঝুলছে সোনুর বিরাট একটি ছবিও। আর ঘটনাটি সোনুর নজরে আসতেই তিনিও মজার ছলেই হাসির ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
সোনু লেখেন, আমি একজন নিরামিষভোজী। আর আমার নামে মাংসের দোকান! আমি কি এই ব্যক্তিকে শাক-সবজি নিয়ে কোনও ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারি? আর সোনুর এই প্রতিক্রিয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় পরে পোস্টটি। নেটিজনেরাও এতে হাসির খোরাক পান।
সে যা–ই হোক, সোনু সুদের এই কার্যক্রমে তিনি এখন জাতীয় বীর। করোনার এই সময়ে অসহায় মানুষের যেকোনো সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। সোনুর হাতে এ বছর বেশ কয়েকটি ছবি আছে। তার মধ্যে তেলেগু দুটি, হিন্দি একটি ও তামিল একটি ছবি।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর
বক্স অফিসে ‘থামা’র আয় কত?
এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা
লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী
প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!
ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি
মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ