ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৪:৪৩

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূ‌স বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড সফরে যাবেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের সাত শীর্ষ নেতার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ব্যাংকক যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, ড. ইউনূস সম্মেলনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রথম বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারপ্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের।

সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। তিনি ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিকে আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শুরু হবে। প্রায় দুই সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব শীর্ষ নেতৃত্ব নিউইয়র্কে অবস্থান করেন। ইতিমধ্যে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, তারা মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সাধারণ পরিষদে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য দেশগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাইডলাইনে বৈঠকের ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি আমরা।’

T.A.S / T.A.S

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আরেক শুটার গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য মানদণ্ড

ব্যালট দুটি এবং প্রার্থী বেশি হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে

নির্বাচন শান্তিপূর্ণ করতে কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময় ও এরিয়া পরিদর্শন

‘বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই, আইসিসি সুবিচার করেনি’

৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে

নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে : র‍্যাব মহাপরিচালক