ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝাল বেড়েছে কাঁচামরিচের, কেজি ১ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৫:৪৯

চট্টগ্রামের বাজারগুলোতে ঝাল বেড়েছে কাঁচামরিচে। যাদের কাছে মজুত আছে তারা বিক্রি করছেন কেজি ৯০০ থেকে ১ হাজার টাকা দরে। তবে বাজারে প্রায় দোকানে কাঁচামরিচ নেই বললেই চলে।

দোকানিদের সঙ্গে কথা হলে তারা জানান, বন্যা পরিস্থিতিতে সরবরাহ সংকটে চট্টগ্রামে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো বাজারে মিলছেই না কাঁচামরিচ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়।

রোববার (২৫ আগস্ট) সকালে নগরের চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট, চৌমুহনী ও ফকিরহাট বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

হানিফ হোটেল ব্যবসায়ী মো. রকি জানায়, কাস্টমাররা ভাতের সঙ্গে কাঁচামরিচ চায়। কিন্তু বাজারে মরিচের দামের যে অবস্থা তাতে মনে হচ্ছে তরকারির সঙ্গেও কাঁচামরিচ দেওয়া সম্ভব হবে না। কাঁচামরিচ না কিনেই বাজার থেকে ফেরত এসেছি। নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি বগুড়া, ফরিদপুর ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে আসে। বন্যার কারণে গত তিনদিন কাঁচামরিচসহ সবজি আসছে না। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানায়, কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলেও দাম বাড়তি নেওয়ার সুযোগ নেই। অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চাপে ভারতের অর্থনীতি, বাণিজ্য ঘাটতির রেকর্ড

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা