অশান্ত আফগানিস্তান, বিয়ে নিয়ে বিপাকে 'বিগ বস'খ্যাত অভিনেত্রী

আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পর ভয়ে দিন পার করছেন সেখানকার মানুষ। দেশটির আনাচে কানাচে কত মানুষ যে দুশ্চিন্তার বিনিদ্র রজনী কাটাচ্ছেন, তার ইয়ত্তা নেই। আর এই অস্থির অবস্থায় এবার বিয়ে নিয়ে সংশয়ে ‘বিগ বস’খ্য়াত অভিনেত্রী আরশি খান। হঠাৎই আরশি জানান, চলতি বছরের শেষে এক আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে সম্ভব?
‘বিগ বস’ শোয়ের কল্যাণে এখন আরশি খানকে চেনে গোটা ভারত। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ পরিচিত এই অভিনেত্রী এবার মুখ খুললেন আফগানিসস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে। আরশি জানান, চলতি বছরের অক্টোবরে বাগদান হওয়ার কথা ছিলএক আফগান ক্রিকেটারের সঙ্গে। তবে এই পরিস্থিতিতে বিয়ে এখন অসম্ভব। কিন্তু কে সেই আফগান ক্রিকেটার? তার নাম অবশ্য গোপনই রেখেছেন আরশি।
আরশি জানিয়েছেন, “আফগান ক্রিকেটারটি তার বাবার বন্ধুর পুত্র। আমার সঙ্গে কথাবার্তাও হয়ত নিয়মিত। আমরা বন্ধুর মত ছিলাম।” ছিলাম মানে? তবে কি এই পরিস্থিতিতে চার হাত এক হচ্ছে না আফগান ক্রিকেটারের সঙ্গে আরশির? জল্পনায় পানি ঢেলে আরশি জানান, “আমার পরিবার নিশ্চয়ই এবার আমার জন্য যোগ্য ভারতীয় পাত্র খুঁজবে।”
আরশি খানের সঙ্গে আফগানিস্তান যোগ কিভাবে তৈরি হল? আরশি জানান, “আমরা আফগানি পাঠান। আমাদের পরিবারের শিঁকড় রয়েছে সেই দেশে। আমার দাদা আফগানিস্তান থেকে এসেছিলেন এই দেশে। তিনি ভোপালের জেলার ছিলেন। তবে আমি নিজেকে ভারতীয় মনে করি। আমার অভিভাক ও দাদা-দাদীর মত।”
প্রীতি / প্রীতি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন
