ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বন্যার্তদের ৩০ লাখ টাকার অনুদান দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৪ বিকাল ৫:১০

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রাথমিকভাবে নিজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক।

শুক্রবার (৩০ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হুদার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান হস্তান্তর করা হয়।

এ সময় সোসাইটির নেতারা নিজস্ব তহবিল ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা দেন।

‘বন্যায় ক্ষতিগ্রস্ত প্রিয় বাংলাদেশের স্বজনদের জন্য অনুদান’ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী কনসাল জেনারেলের হাতে অনুদান তুলে দেন। এ সময় বোর্ড অফ ট্রাস্টি ও কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সোসাইটির সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের কমিউনিটির কাছে আহ্বান জানান, সোসাইটির এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অথবা ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত নিজ নিজ এলাকার দুর্গত মানুষের পাশে থাকার। এ ছাড়াও সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের এই স্বজনদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

এর আগে গত সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে জরুরি যৌথ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় বোর্ড অব ট্রাস্টির সদস্যসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা সোসাইটির তহবিল থেকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া আরও বৃহৎ পরিসরে তহবিল গঠনের লক্ষ্যে প্রবাসীদের কাছে সহযোগিতার আহ্বান করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়, সেখানে সোসাইটির কার্যকরী পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনসহ সাবেক কর্মকর্তা এবং সাধারণ প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হবে যা বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে।

T.A.S / T.A.S

ব্যালট দুটি এবং প্রার্থী বেশি হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে

নির্বাচন শান্তিপূর্ণ করতে কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময় ও এরিয়া পরিদর্শন

‘বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই, আইসিসি সুবিচার করেনি’

৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে

নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে : র‍্যাব মহাপরিচালক

নতুন তিন থানার অনুমোদন

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার