ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি : নিউইয়র্কের গভর্নরের সহকারী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১১:৬

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডা সান (৪১)। তার স্বামী ক্রিস্টোফার হু (৪০)’কেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বিবৃতিতে বলা হয়েছে, “নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মরত লিন্ডা সান চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এর মাধ্যমে তিনি এবং তার স্বামী ক্রিস্টোফার হু (৪০) লাখ লাখ ডলার উপার্জন করেছেন। ২০২১ সালে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ পদে লিন্ডা সানকে নিয়োগ দেন নিউইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোচুল। এর আগে ক্যাথির পূর্বসূরী গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর আমলেও একই পদে ছিলেন তিনি। এফবিআইয়ের অভিযোগে সানের বিরুদ্ধে চীনের সঙ্গে বছরের পর বছর ধরে ‘সক্রিয় গোপন সম্পর্ক’ রক্ষা করা, ভিসা জালিয়াতি, তথ্য ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী হু’র বিরুদ্ধে আনা হয়েছে শুধু অর্থপাচারের অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর এবং নিউইয়র্ক রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাধিকবার চিঠি দিয়েছেন লিন্ডা সান। এমনকি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সরকারি নথিও তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীনে পাচার করেছেন।
তাইওয়ানের প্রতি বৈরী ছিলেন লিন্ডা। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাইওয়ানের কর্মকর্তারা যেন নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাৎ বা বৈঠক তিনি ঠেকিয়ে রাখতেন বলেও অভিযোগ এসেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান আইন কর্মকর্তা ব্রেওন পিস সাংবাদিকদের বলেন, লিন্ডা সান চীনের একজন উচ্চপর্যায়ের গুপ্তচর ছিলেন এবং এই গুপ্তচরবৃত্তির মাধ্যমে কয়েক কোটি কোটি ডলার উপার্জন করেছেন তিনি। সেই অর্থের একটি অংশ নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে রেখেছেন, বাকি অর্থ দিয়ে নিউইয়র্কসহ অন্তত ৩টি অঙ্গরাজ্যে দামী সম্পত্তি কিনেছেন।

 

Aminur / Aminur

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা, ক্ষুব্ধ বিজেপি

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

টাইটানিকের যাত্রীর মরদেহে থাকা স্বর্ণের ঘড়ি নিলামে সাড়ে ২৮ কোটিতে বিক্রি

৩০ বছর পর ইংল্যান্ডে প্রথমবারের মতো রেলভাড়া না বাড়ানোর ঘোষণা

পাকিস্তানে গ্লুয়ের ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য: বন্ধ শত শত স্কুল, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, নিহত কমপক্ষে ৪১

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩

বিহার : রেকর্ড গড়ে দশমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত বেড়ে ২৭৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

ট্রাম্পের গাজা পরিকল্পনা ‌‘শান্তি ও সমৃদ্ধি’ বয়ে আনবে: ইসরায়েল