পরম সুস্বাদু খাবারের সমারোহ নিয়ে ঢাকায় রাজ-বাড়ী কুইজিন কনভেনশন সেন্টার
এমন একটি রেস্টুরেন্ট কল্পনা করা যাক, যেখানে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত গোছালো পরিবেশ, ছিমছাম-পরিপাটি বসার আধুনিক আসন এবং চোখ ধাঁধানো ফুলেল সজ্জা। সর্বোপরী, খাবার থাকবে সুলভ মূল্যে, মান থাকবে সঠিক এবং স্বাদে অনন্য।
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মালিবাগের হোসাফ টাওয়ারের পঞ্চম তলায় ঠিক এমন একটি মূর্ত প্রতীক রেসটুরেন্টের অভ্যুদয় ঘটেছে। নাম: রাজ-বাড়ী কুইজিন কনভেনশন সেন্টার। পুষ্পধরা প্রপার্টিজ লিমিটেডের অঙ্গ সংগঠন হিসেবে এটি ২০২৩ সালে শুভ সূচনা করার মাত্র ১ বছরের মধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল পরিসরের কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ জনের বসার আসন রয়েছে। মনোমুগ্ধকর পরিবেশে বসে থাই, চায়নিজ, ইন্ডিয়ান, বাংলা ও এরাবিয়ান খাবার সাশ্রয়ের সাথে উপভোগ করা যায়। রেস্টুরেন্টের জিভে জল আনা বিশেষ কিছু খাবার হল- বাটার নান, কাবাব, স্যুপ, চাওমিন, চাইনিজ প্লাটার, ক্যাশিওনাট সালাদ এবং দেশীয় ঐতিহ্যের বাংলা খাবার। খেজুরের গুড়ের চা অসাধারণ হয়, সাথে দুধ কফি কিন্তু চমৎকার। এছাড়াও, পশ্চিমা ঘরানার পিজ্জা, পাস্তা, ফাস্টফুড, জুস ও শেক কর্নার রয়েছে।
পুষ্পধরা প্রোপারটিস এর প্রকিউরমেন্ট ডিরেক্টর হাসিবুল হক মামুন রাজ-বাড়ী কুইজিন রেস্টুরেন্টের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর, রেস্টুরেন্টের সিইও হিসেবে আছেন তরুণ উদীয়মান, চৌকস ব্যবসায়ী মো: খাইরুল ইসলাম। তিনি জানান- "এই কনভেনশন সেন্টারটি বিশেষ ভাবে অনন্য কয়েকটি কারণে। এক, নিজস্ব বিশাল পার্কিং ব্যবস্থা এবং দুই, সেন্টারের বুকিং খরচ ঢাকার অন্যান্য সেন্টার থেকে তুলনামূলক সাশ্রয়ী। খাবারের উপকরণ টাটকা সতেজ বিধায় খাদ্য সুস্বাদু এবং মানে উন্নত। দক্ষ শেফরা পরিচ্ছন্নতা বজায় রেখে অথেনটিক ঘরানার খাবার পরিবেশন করে থাকে। সেবা ও মানের সাথে আপোষ না করার ফলশ্রুতিতে পার্টি সেন্টার ও রেস্টুরেন্ট থেকে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি আমরা।"
প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা অবধি খোলা থাকে রাজ-বাড়ী কুইজিন। বিয়ে, জন্মদিন, সেমিনার, সভা, প্রশিক্ষণ সহ যে কোন অনুষ্ঠান অনায়াসে আয়োজন করা যাচ্ছে এখানে৷ বিশেষ কিডস জোন সবার নজর কাড়ে। স্টাফদের হাস্যমুখ আতিথেয়তা গ্রহণ করতে চলে যান উক্ত কনভেনশন সেন্টার ও রেস্টুরেন্টে। বিস্তারিত জানা যাবে ফেসবুক পেজে-
https://www.facebook.com/rajbaricuisine/
এমএসএম / এমএসএম