ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এ অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। তারা বলেছেন, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরক উপাদান লুকিয়ে রেখেছিল।
কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল, কিন্তু লেবাননে পৌঁছানোর আগে তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পেজার ছিল কোম্পানির এপি৯২৪ মডেলের। তবে এর মধ্যে তিনটি গোল্ড অ্যাপোলো মডেলও শিপমেন্টে ছিল।
দুটি সূত্র জানিয়েছে, প্রতিটি পেজারে ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স (প্রায় ৩০ থেকে ৬০ গ্রাম) বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়েছিল। এছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করতে একটি ডেটোনেটরও যুক্ত করা হয়েছিল। এর আগে লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র, যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।
T.A.S / T.A.S