ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মডার্নার টিকা দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা : এনএইচকে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১:৩১

জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।

দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকের খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত একটি উৎপাদনের সময়ই ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।

জামান / জামান

মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

চীনকে নজরে রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান

আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি