মডার্নার টিকা দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা : এনএইচকে
জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।
দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকের খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত একটি উৎপাদনের সময়ই ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।
জামান / জামান
মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সামাজিক মাধ্যমের পোস্ট খতিয়ে দেখার প্রস্তাব
স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া
কঠোর হচ্ছে ইউরোপের অভিবাসননীতি
ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭
পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো, হস্তান্তর ৩ হাজার লাগেজও
বেনিনে অভ্যুত্থানের দাবি সেনাবাহিনীর, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে