মডার্নার টিকা দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা : এনএইচকে
জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।
দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকের খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত একটি উৎপাদনের সময়ই ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।
জামান / জামান
জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা, ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা
উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
দক্ষিণ চীন সাগরে হঠাৎ মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ
বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়
জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
মারা গেলেন থাইল্যান্ডের সাবেক রানি
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী