ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ভয়ংকর দিনগুলোর কথা জানালেন মালাইকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১২:৪৭

আট মাস কেটে গেছে। গত বছরের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা। সেই যন্ত্রণাময় দিনগুলো মনে পড়লে আজও শিউরে ওঠেন মালাইকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই বলিউড তারকা করোনাকালের সেই ভয়ংকর দিনগুলোর কথা শেয়ার করেছেন। এর পাশাপাশি মালাইকা বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এই দীর্ঘ পোস্টে মালাইকা জানিয়েছেন যে ওই দিনগুলোতে তিনি দুর্বল এবং অসহায় অনুভব করতেন। এমনকি তাঁর ওজনও বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন মালাইকা। তবে কখনোই তিনি হাল ছাড়েননি।

৪৭–এ দাঁড়িয়ে আজও মালাইকার নির্মেদ শরীর নেট দুনিয়ায় তুফান তোলে। আজও টিনএজের কাছে ঈর্ষণীয় তাঁর ফিগার। জিমে তাঁকে দারুণ সক্রিয় দেখা যায়। তবে করোনা মালাইকাকে বেশ কাবু করে দিয়েছিল। এমনকি করোনামুক্ত হওয়ার পরও এই বলিউড তারকা অসম্ভব দুর্বল ছিলেন।

মালাইকা তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনি অত্যন্ত ভাগ্যবতী। আপনার জন্য এসব কিছু সহজ ছিল।” এসব নানান কথা আমাকে হামেশাই শুনতে হয়েছে। হ্যাঁ, আমি নিশ্চয় অনেক কিছুর জন্য কৃতজ্ঞ। কিন্তু এখানে আমি ভাগ্যের ভূমিকা খুব ছোট করে দেখি। আর সহজভাবে? এটা কখনোই নয়। আমি ৫ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়েছিলাম। আর আমার জন্য খুবই কঠিন সময় ছিল। যাঁরা করোনা থেকে সুস্থ হওয়াকে সহজ বলে থাকেন, তাঁরা আমার কাছে সত্যি ভাগ্যবান বা তাঁদের প্রতিরোধ ক্ষমতা ভালো। নয়তো তাঁরা করোনা সংঘর্ষ সম্পর্কে জানেনই না। আমি এই সংঘর্ষের মধ্য দিয়ে গিয়েছি। আর সফরটা মোটেও সহজ ছিল না।’

মালাইকা আরও লিখেছেন, ‘করোনা আমাকে শারীরিকভাবে ভেঙেচুরে শেষ করে দিয়েছিল। দুই পা হাঁটা আমার জন্য কঠিন কাজ ছিল। বসা বা জানালার কাছে গিয়ে দাঁড়ানো এক সফরের মতো ছিল। আমার ওজন বেড়ে গিয়েছিল। আর আমি খুবই দুর্বল অনুভব করতাম। আমার শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আমার পরিবার আর কাজ থেকে আমি দূরে ছিলাম।’

বলিউডের এই আইটেম গার্ল তাঁর পোস্টে লিখেছেন, ‘২৬ সেপ্টেম্বর আমার রিপোর্ট অবশেষে নেগেটিভ আসে। আর আমি খুবই কৃতজ্ঞ ছিলাম যে অবশেষে এই যুদ্ধকে জয় করেছি। কিন্তু তখনো দুর্বল অনুভব করতাম। আমি হতাশ ছিলাম, কারণ আমার মন যা চাইত, তাতে শরীর আমাকে সায় দিচ্ছিল না। আমি আগের শক্তি ফিরে পাব কি না, এই ভয় আমাকে তাড়া করত।

আমি ভাবতাম যে ২৪ ঘণ্টায় আমি একটা কাজ শেষ করতে পারব কি না। করোনার পর আমার প্রথম দিনের ওয়ার্ক আউট খুবই ভয়ংকর ছিল। আমি কোনো কিছু ঠিকমতো করতে পারছিলাম না। আমি অন্তর থেকে ভেঙে পড়েছিলাম। কিন্তু দ্বিতীয় দিন আমি মনে মনে বলেছিলাম যে আমি আবার আগের মতো শরীর বানাব। এরপর তৃতীয়, চতুর্থ আর পঞ্চম দিন আরও শক্তি ফিরে পাই। ৩২ সপ্তাহ হলো আমি করোনা থেকে মুক্ত হয়েছি। এখন আমি আবার আগের মতো অনুভব করতে শুরু করেছি।’

সাদিক পলাশ / সাদিক পলাশ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বক্স অফিসে ‘থামা’র আয় কত?

এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী

প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!

ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের