ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সানির নামে বিক্রি হচ্ছে চাপ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১২:৫০

পর্দায় এখন আর খুব একটা দেখা যায় না বলিউড তারকা সানি লিওনিকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা এখনো তুঙ্গে। সেখানে তাঁর অনুসারী ও অনুরাগীর সংখ্যা যেকোনো তারকার জন্য রীতিমতো ঈর্ষনীয়।

এবারে অনলাইন থেকে দিল্লির পথে সানির নামে বিক্রি হচ্ছে চাপ। এক রেস্তোরাঁয় সানির নামে বিক্রি হওয়া চাপের খবর এই সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে সানির কানেও পৌঁছে গেছে। ছবিসহ সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট করেছেন তিনি।

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রাম

দিল্লির গীতা কলোনির ‘সিংস মালাই চাপওয়ালে’ নামে এক রেস্তোরাঁর ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন সানি। এখানে পাওয়া যাচ্ছে জিবে পানি আনা হরেক রকম পদ, সানির নামে সেসবের নাম। তাঁর পোস্ট করা এই ছবিতে পদগুলোর নামও দেখা যাচ্ছে। এর মধ্যে একটি পদের নাম হলো ‘সানি লিওনি চাপ।’

সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’–এর নামানুসারে একটি চাপের নাম রাখা হয়েছে ‘বেবি ডল চাপ।’ ‘মিয়া খালিফা চাপ’ও আছে তাদের। সানি রেস্তোরাঁর ছবিটি শেয়ার করে লিখেছেন ‘এলওএল।’ তবে এই ধরনের ঘটনা সানির জীবনে প্রথম নয়। এর আগে দিল্লিরই এক রেস্তোরাঁয় মাংসের কাবাবের নাম সানির নামে রাখা হয়েছিল। আর এ খবর প্রকাশের পর এই বলিউড অভিনেত্রীর নামে নানা রকম মিম বানানো শুরু হয়ে যায়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা