ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সময়ের আলোচিত মুখ অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৫:২৭

আলোর পথের এক নিভৃত যাত্রী, এ সময়ের আলোচিত মুখ জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ। চট্টগ্রামে টিভি ও মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছেন সমানতালে। তিনি একজন দক্ষ তরুণ সংগঠক, নির্মাতা ও নাট্যকর্মী। স্কুলজীবন থেকেই তিনি থিয়েটারের সাথে জড়িত। ১৯৯৬ সালে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় কর্তৃক মঞ্চায়িত আহম্মেদ ইকবাল হায়দার চৌধুরীর নির্দেশিত 'ভালবাসা কারে কয়' নাটকে প্রথম মঞ্চ অভিনয় করেন। একই বছরে দলটির মঞ্চায়িত কাজী নজরুল ইসলাম রচিত ও সুরুচিত দাশ খোকনের নির্দেশনায় 'মানুষ' নাটকে মঞ্চ অভিনয় করেন। এরপর তিনি তীর্থংকর নাট্যগোষ্ঠী হতে মঞ্চায়িত আইয়ুব আলীর নির্দেশনায় 'ঘুনে ধরা সমাজ' এবং নাট্য সম্প্রদায় শিখড় হতে মঞ্চায়িত আহমেদ কবির রচিত ও মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় 'অবরোধ' নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর ‘বীজন নাট্য গোষ্ঠী’ নামে পাহাড়তলীতে তিনি একটি থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং এ থিয়েটার গ্রুপের ‘দল প্রধান’ হিসেবে তিনি এখনো দক্ষতার সাথে হাল ধরে আছেন। থিয়েটার গ্রুপ ‘বীজন নাট্য গোষ্ঠী’ তার নির্দেশনায় প্রথম পথনাটক ‘স্বাধীনতার পর’ মঞ্চস্থ করে। পরবর্তী তার নির্দেশনায় অনেকগুলো পথ নাটক দেশের বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়। তার মধ্যে বিজয় ৭১, দীপক চৌধুরী রচিত ‘শিখা চিরন্তন’, আহমেদ কবির রচিত ‘সোলাইমান বাদশার প্রার্থনা’, হিমেল ইসহাক নির্দেশিত ‘জারীসারী’ এবং তার রচিত ‘টোকাই’ উল্লেখযোগ্য। এর মধ্যে ‘শিখা চিরন্তন’ নাটকটি ৫৩তম এবং সোলাইমান বাদশার প্রার্থনা ২৬তম মঞ্চস্থ হয়। এছাড়া মমতাজ উদ্দিন আহমেদ রচিত এবং আলমগীর কবির শুভ ও তার নির্দেশনায় বীজন নাট্য গোষ্ঠী হতে প্রথম মঞ্চনাটক 'হাস্য লাস্য ভাষ্য' মঞ্চায়িত হয়।

তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত শেখ শওকত ইকবাল চৌধুরীর রচনা ও পরিচালনায় নির্মিত ‘বিবর্ণস্বপ্ন’ এবং আবু জাফর সিদ্দিকী প্রযোজিত ‘দিনরাত্রি’ নাটকে অভিনয় করেন। বৈশাখী টেলিভিশনে কুয়াশা চৌধুরী প্রযোজিত ‘স্বপ্নের ঠিকানা’ এবং চ্যানেল আইতে আতিকুর রহমান পরিচালিত ‘জনজীবন’ নাটকে অভিনয় করেন। মাহমুদ বাবু রচিত ও তার পরিচালনায় নির্মিত খণ্ডনাটক ‘আত্মগল্প’ অনল মিডিয়া ভিশনের পরিবেশনায় বিজয় টিভিতে সম্প্রচারিত হয়। সম্প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত খণ্ডনাটক আবার কী হেরে গেলাম, তুমি কার, এমনি হয়, আত্মকথা, আশার আলো, এক রাতের অতিথি, সবই ভূল, অজানা, ফিরে দেখা এবং প্রতারণা। সম্প্রতি দুইটি টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন।

এর মধ্যে থেকে আশরাফুল করিম সৌরভের পরিচালনায় চট্টগ্রাম থেকে নির্মিত টেলিফিল্ম অতঃপর দুজন মোহনা টিভিতে সম্প্রচার হয়েছে। অভিনয় করেছেন বেশকিছু নাটক ও খণ্ডনাটকে। তার মধ্যে আড়ালে, একটি আহত ফুলের গল্প, নোয়াখাইল্লা জামাই, দহন, মেঘের আড়ালে, কর্মঠ যুবক, মাদকের ছোবল, নারী পাচার, আমি এখন স্বালম্বী, ভালোবাসার অন্য রং, টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’ উল্লেখযোগ্য। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রথম মেগা ধারাবাহিক নাটক 'খড় কুটোর আখ্যান' এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়া সচেতনতামূলক বেশকিছু নাটিকাতে তিনি নিয়মিত অভিনয় করছেন।

বর্তমানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে নির্মাণাধীন ধারাবাহিক নাটক 'জলতরঙ্গ' এ অভিনয় করছেন পলাশ। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সদস্য সৃজনশীল এ নাট্যকর্মীর নাটকে হাতেখড়ি নাট্য ব্যক্তিত্ব আহাম্মদ কবির ও শেখ শওকত ইকবাল চৌধুরীর হাত ধরে। তিনি স্বপ্ন দেখেন, থিয়েটার তথা নাট্যচর্চা ও বিকাশের মধ্যে দিয়ে কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার সমাজে আলো ছড়াতে, প্রগতির মুক্তবার্তা পৌঁছে দিতে চান অন্তর থেকে অন্তরে।

মোশারফ ভূঁইয়া পলাশ চট্টগ্রাম সিটির পাহাড়তলী পশ্চিম ফিরোজশাহ কলোনীতে ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরী আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৭ সালে মাধ্যমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখান থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এএমআইই হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি চট্টগ্রামে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। মোশারফ ভূঁইয়া পলাশ ও সংস্কৃতি কর্মী তানজিনা লুনার দাম্পত্য জীবনে ছেলে মুহতাসিন ভূঁইয়া রাহা এবং মেয়ে জান্নাতুল মাওয়া তাহা।

এমএসএম / জামান

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা