ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিজিএমইএর সদস্যপদ হারাচ্ছে উৎপাদনে না থাকা কারখানাগুলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৭:৩৫

দীর্ঘদিন ধরে উৎপাদনে নেই বা বন্ধ রয়েছে, এমন কারখানার সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারদের সংগঠন বিজিএমইএ। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোনো কারখানা যদি সদস্যপদের নিয়ম পূর্ণ ও ফি জমা দিতে ব্যর্থ হয়, তবে সেসব কারখানা আর বিজিএমইএর সদস্য থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, বিজিএমইএর এমন সিদ্ধান্তে এক হাজারের বেশি সদস্যপদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উৎপাদনে নেই এবং সদস্যপদ নবায়ন করছে না, এমন কারখানাকে সংগঠন থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বিজিএমইএর নেতারা এমন সিদ্ধান্ত নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যপদ নবায়ন না করা কারখানাগুলোকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সদস্যপদ নবায়ন করতে নোটিস দেয়া হয়। যারা বেঁধে দেয়া সময়ের মধ্যে সদস্যপদ নবায়ন করবে না, তারা বিজিএমইএর সদস্যপদ হারাবে।

জানা গেছে, বিজিএমইএর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০। তবে এর অর্ধেক এখন উৎপাদনে নেই। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত বিজিএমইএর নির্বাচনে ঢাকার ১ হাজার ৮৫৩ কারখানার মালিক ভোট দেন আর চট্টগ্রামের ভোটার ছিলেন ৪৬১ জন।

২০০২ থেকে এখন পর্যন্ত বিজিএমইএর বার্ষিক চাঁদা পরিশোধ না করা, বিভিন্ন প্রেক্ষাপটে ধার্য করা চাঁদা না দেয়া ও কমপ্লায়েন্সের শর্ত পালনে ব্যর্থ হওয়াসহ নানা কারণে ঢাকা ও চট্টগ্রামের ১ হাজার ৬৫৪ প্রতিষ্ঠান সদস্যপদ হারায়। এরমধ্যে শুধু ২০১৪ সালে বিভিন্ন অভিযোগে ৪৪৫ কারখানা সদস্যপদ হারিয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, যেসব কারখানা দীর্ঘদিন উৎপাদনে নেই বা বন্ধ হয়ে গেছে এবং যেসব কারখানা মেম্বারশিপ ফি দেয়নি এবং যেসব নিয়ম আছে, তারা পালন করছে না; তাদের সময় দিয়েছি। আগামী ৩১ অক্টোবরের মধ্যে যদি তারা নিয়ম পূর্ণ করে এবং ফি জমা দেয় তাহলে তাদের সদস্যপদ থাকবে। অন্যথায় সদস্যপদ বাতিল হয়ে যাবে। আমাদের গত বোর্ড মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর পরে আর কোনো রিভিউ থাকবে না। আমরা যেসব কারখানা উৎপাদনে নেই, সেসব কারখানা মালিকদের ডেকেছিলাম। মিটিংয়ে অনেকেই এসে সময় চেয়েছেন। তাদের ছাড় দিয়েই আমরা সময় বাড়িয়েছি।

জামান / জামান

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আনবে সরকার

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

ভোক্তারা সরকারি মূল্যে এলপি গ্যাস কিনতে পারবেন, এ নিশ্চয়তা দিতে পারছি না

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন

সঞ্চয়পত্রে মুনাফা আবারও কমেছে

টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা

এক বছরে সোনার দাম ভরিতে বেড়েছে ৮৮৬৩৫ টাকা