ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

দ্রুত সংস্কারকাজ শেষ করে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১০:৪৬

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে। নির্বাচনে যৌক্তিক সময় আমরা দেব। যত দ্রুত নির্বাচন করা যাবে, ততই দেশের জন্য কল্যাণকর হবে।

তিনি বলেন, কোনোরকম টালবাহানা আমরা সহ্য করব না। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানাই। দলের সকলের মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কখনো একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে না।

তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গেল ১৭ বছরের বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লক্ষ মানুষের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতো না। এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের পূজায় যেন হয় সে ব্যাপারে সচেষ্টা থাকবে।

বিএনপি মহাসচিব গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে তার লোকজন এখনও পোশাক শিল্প অস্থিতিশীল করছে।

বিএনপি নেতা প্রয়াত হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজনে জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, হুমায়ূন কবীর খান, মজিবুর রহমান, শওকত হোসেন সরকার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অজগর রশিদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পেরা, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এর আগে উপজেলার ঘাগটিয়ায় আ. স. ম হান্নান শাহ'র কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামান / জামান

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

তেজগাঁও দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : বিএনপি

তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

বিএনপির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে

দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হোন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

বিজয় দিবসে জাগ্রত পার্টির চেয়ারম্যান-মহাসচিবের বাণী

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

বুদ্ধিজীবী দিবসে জাগ্রত পার্টির শ্রদ্ধা

খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে : মির্জা ফখরুল

নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বললেন ফখরুল