ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মা হওয়ায় ‘সাহসী’ নুসরাতের প্রশংসায় শ্রীলেখা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১০:১৭

মা হওয়ায় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে টলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। তারা মা ও নবজাতক শিশুর সুস্থতা কামনা করেছেন। নুসরাত জাহানের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী নুসরাতকে তো ‘ভালো মায়ের’ সার্টিফিকেট দিয়েই দিয়েছেন।

অন্যদিকে তনুশ্রী, শ্রাবন্তীরাও নুসরাতের সঙ্গে ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রীকে। আর এবার সুদূর সুইজারল্যান্ড থেকে নুসরাত জাহানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রাজনৈতিক মতাদর্শের দিক থেকে শ্রীলেখা ও নুসরাত আলাদা মেরুর। অনেক সময়ই নুসরাতকে নিয়ে সমালোচনা করেছেন শ্রীলেখা। মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সেগুলোকে তুলে আনলেন অভিনেত্রী।

শ্রীলেখা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই আমি নুসরাতের নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরাতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মা হয়েছেন, তাও আবার বিনা কোনো বিবাহবন্ধনে। এ তো সাহসী সিদ্ধান্ত!’

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়ায় নুসরাতের। গুঞ্জন শুরু হয় যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হন নুসরাত।

এদিকে, নিখিল নিজেই জানান, নুসরাতের গর্ভের সন্তান তার নয়। তবে সমালোচকরা মনে করেন নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। তবে প্রেম, সন্তান নিয়ে একবারও মুখ খোলেননি নুসরাত জাহান।

নুসরাত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধু বন্ধুত্বের নয়, তার ইঙ্গিত বারবার সামাজিক মাধ্যমে দিয়েছেন এ দুই তারকা।

প্রীতি / প্রীতি

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়