নুসরাতের ছেলেকে নিয়ে নতুন তামাশা নেটমাধ্যমে

মা হওয়ার পর দিনই শুক্রবার টলিউড নায়িকা নুসরাত জাহানের নাম রাখা নিয়ে তামাশা শুরু করেন নেটবাসী। উদ্ভট সব নামের প্রস্তাব করেন তারা। কেউ বলেন ‘যশরত’ রাখতে, কেউ বলেন ‘নিখিলেশ’ রাখতে, কেউ আবার নুসরাতের ছেলের নাম ‘খেসারত’ রাখার প্রস্তাব দেন। এই ঘটনার কয়েক ঘণ্টা না যেতে সদ্যজাতকে নিয়ে নতুন তামাশায় মেতেছেন নেগেরিকরা।
গত বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বর্তমানে সেই সদ্যজাতের সঙ্গে নুসরাতের একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।
কী দেখা যাচ্ছে সেই ছবিতে? দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন নুসরাত এবং তার কোলে একটি ঘুমন্ত শিশু। এই ছবি প্রকাশ হতেই হইচই পড়ে গেছে। অনেকে ধরেই নিয়েছেন, হাসপাতাল থেকে ফাঁস হয়ে গেছে নুসরাতের সঙ্গে তার ছেলের ছবি।
কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, এই ছবিতে প্রযুক্তির সাহায্যে কারিকুরি করে বসিয়ে দেওয়া হয়েছে নুসরাতের মুখ। হাসপাতালের শয্যাতেও নুসরাতের চুল সুবিন্যস্ত এবং তার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। বুঝে নিতে অসুবিধা হয় না যে, নুসরাতের পুরনো একটি ছবি থেকে তার মুখটা নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক নারীর মুখে। সুতরাং সদ্যোজাতটিও যে নুসরাতের সন্তান নয়, তা স্পষ্ট হয়ে যায়।
নুসরাতের সন্তানের ছবি এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রকাশ হয়েছে নাম। প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে মিলিয়ে ছেলের নাম ঈশান রেখেছেন নায়িকা। এক মুহূর্তের জন্য কাছ-ছাড়া করছেন না তাকে। তার ক্ষুদা লাগছে কি না, বা কোনো রকম অসুবিধা হচ্ছে কি না, এখন সব সময় সে দিকেই নজর নুসরাতের। মা হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সঙ্গী হয়েছেন যশ।
প্রীতি / প্রীতি

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’
