ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সেনেগালে উপকূলে নৌকা উল্টে ৪৮ জন নিখোঁজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১১:৫৩

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি যাত্রীবাহী নৌকা উল্টে যাওয়ায় ৪৮ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। দেশটির নৌ বাহিনীর সদস্যরা নৌকাটির ১১ যাত্রীকে জীবিত এবং এক যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনেগালের সামরিক বাহিনী।

নৌ বাহিনীর উদ্ধারকারী সদস্যদের বরাত দিয়ে শুক্রবারের বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্র ও সেনেগাল নদীর মোহনা থেকে ৩৫ কিলোমিটার দূরে যাত্রীবাহী সেই নৌকাটি উল্টে গিয়েছিল। উদ্ধার হওয়া জীবিত যাত্রীদের মধ্যে ৮ জন সেনেগাল ও ৩ জন প্রতিবেশী দেশ গাম্বিয়ার নাগরিক বলে জানা গেছে। এছাড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে তৎপরতা শুরু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সেনেগালের সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘উদ্ধার হওয়া যাত্রীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা সবাই অভিবাসন প্রত্যাশী এবং তাদের মূল গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।’

বিগত বছরসমূহের চেয়ে চলতি বছর পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনে অবৈধ অভিবাসীদের আগমন অনেক বেড়ে গেছে । স্পেনের সরকারের তথ্য অনুযায়ী চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৭ হাজার ৫৩১ জন অবৈধ অভিবাসী, যা ২০২০ সালের প্রথম ৭ মাসের তুলনায় ১৩৬ শতাংশ বেশি।

অভিবাসন প্রত্যাশী এই যাত্রীরা যেসব নৌকা বা নৌযানে সমুদ্র পাড়ি দেন, সেগুলোর ইঞ্জিন অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে। এছাড়া ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারটিও এসব নৌযানের ক্ষেত্রে খুব সাধারণ ব্যাপার। ফলে চোরাপথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই এই অভিবাসন প্রত্যাশীরা মৃত্যুমুখে পতিত হন। চলতি বছর আগস্টে প্রথম দিকে এই সেনেগাল নদীতেই নৌকাডুবিতে ৪৭ জন মারা গিয়েছিলেন।

জামান / জামান

মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

চীনকে নজরে রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান

আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি