যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত?
গেল ১ বছর ধরে সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও জোরদার হয়েছে। কখনও ইনস্টাগ্রামে একই খাবারের ছবি শেয়ার করেছেন দুই তারকা, কখনও আবার নুসরাতের তোলা ছবি পোস্ট করেছেন যশ। তা নিয়ে বিস্তর জল্পনাও রয়েছে। এবার সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরির সৌজন্যে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত নারীর তালিকায় তৃতীয় স্থানে রাখা হয় নুসরাত জাহানকে। আর নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় ‘ডেটিং যশ’ অর্থাৎ যশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন লেখা হয়। সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান নুসরাত। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি যশের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন টলিপাড়ার নায়িকা?
গত বছরের পূজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। পরে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে একুশের ভোটের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সাংসদ নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী হয়ে ভোটেও লড়েছিলেন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি। একাধিকবার সোশ্যাল মিডিয়া পোস্টে তা লক্ষ্য করা গিয়েছে।
এবার নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হল। একই সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত পুরুষ হয়েছেন যশ। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন নুসরাত। আর তাতে লিখেছেন অভিনন্দন।
প্রীতি / প্রীতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা
পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ