ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:২৫

গেল ১ বছর ধরে সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও জোরদার হয়েছে। কখনও ইনস্টাগ্রামে একই খাবারের ছবি শেয়ার করেছেন দুই তারকা, কখনও আবার নুসরাতের তোলা ছবি পোস্ট করেছেন যশ। তা নিয়ে বিস্তর জল্পনাও রয়েছে। এবার সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরির সৌজন্যে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত নারীর তালিকায় তৃতীয় স্থানে রাখা হয় নুসরাত জাহানকে। আর নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় ‘ডেটিং যশ’ অর্থাৎ যশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন লেখা হয়। সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান নুসরাত। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি যশের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন টলিপাড়ার নায়িকা?

গত বছরের পূজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। পরে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে একুশের ভোটের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সাংসদ নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী হয়ে ভোটেও লড়েছিলেন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি। একাধিকবার সোশ্যাল মিডিয়া পোস্টে তা লক্ষ্য করা গিয়েছে।

এবার নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হল। একই সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত পুরুষ হয়েছেন যশ। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন নুসরাত। আর তাতে লিখেছেন অভিনন্দন।

প্রীতি / প্রীতি

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বক্স অফিসে ‘থামা’র আয় কত?

এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী

প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!

ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের