পুষ্টিগুণে ভরপুর চিকেন ক্যাশনাট সালাদ
ক্যাশনাট সালাদ খেতে কে না পছন্দ করেন! শসা, টমেটো, ক্যাপসিকাম এর সাঙ্গে যদি আরও কিছু উপাদান যোগ করা হয়, সেটি খেতে যেমন মজা তেমন পুষ্টিগুণে ভরপুর। আপনি চাইলেই হাতের কাছের কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এটি। এটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এটি-
প্রয়োজনীয় উপকরণ-
হাড় ছাড়া মুরগির মাংসের টুকরা ২ কাপ
কর্ণফ্লাওয়ার ৪ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
লাল মরিচের গুঁড়া চা চামচ
ডিম ২ টি
তেল-পরিমাণ মতো
কাজুবাদাম এক কাপ
চিলি সস এক কাপ
গোলমরিচের গুঁড়া স্বাদ মতো
সবজি মিক্স (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম) ২ কাপ
কাঁচা মরিচ স্বাদ মতো
লেবুর রস ২ টেবিল চামচ
টমেটোর সস এক কাপ
সয়া সস ২ টেবিল চামচ
ভিনেগার এক চা চামচ
লবণ স্বাদ মতো
প্রস্তুত প্রণালী-
প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলো নিয়ে এতে একে একে কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ডিম একসাথে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণ মত তেল গরম করে এই মুরগি মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে একটি বাটিতে তুলে রাখুন। এখন যেই পাত্রে সালাদ পরিবেশন করবেন, সেই পাত্রে একে একে চিলি সস,টমেটোর সস, সয়া সস, ভিনেগার,গোলমরিচের গুঁড়া, চিনি, সবজি মিক্স দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, কাজুবাদাম দিন। সবকিছু মেখে এবার এতে আগেই ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিন এবং মাখিয়ে ফেলুন। শেষে লেবুর রস দিয়ে দিন। এটি পরিবেশন করতে পারবেন ফ্রাইড রাইসের সাঙ্গেও।
প্রীতি / প্রীতি
খাবারের পরে এলাচ খেলে কী হয়?
কলার থোড় খেলে যেসব উপকার হয়
কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
ফ্যাটি লিভারের সমস্যা দূর করার ৩ প্রাকৃতিক পানীয়
শীতে খেজুর গুড় খেলে কী হয়?
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কী হয়?
উপকারী যেসব খাবার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে
শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
হাড় শক্তিশালী করবে যেসব খাবার
একমাস ধরে প্রতি রাতে পুদিনার চা পান করলে কী হয়?
শীতে প্রতিদিন ঘি খেলে কী হয়?
শীতেই বাড়ে স্ট্রোকের ঝুঁকি, আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?