ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কলকাতার আরও এক ছবিতে মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:৫

এক ছবির কাজ শেষ হওয়ার আগেই কলকাতার আরও একটি ছবিতে যুক্ত হলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। নাম ‘অ্যা রিভার ইন হ্যাভেন’। ছবিটি পরিচালনা করবেন রিঙ্গো ব্যানার্জী। এখানে মিথিলার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

পরিচালক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর থেকে উত্তর প্রদেশের বিখ্যাত শহর বারাণসীতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। গঙ্গা নদী, ভালোবাসা, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলন ইত্যাদি বিষয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প।

নতুন ছবি নিয়ে মিথিলা বলেন, ‘দুর্দান্ত গল্প ও চরিত্রের জন্য কাজটি করতে সম্মত হয়েছি। এই দুটি বিষয় আমার কাছে খুবই গুরত্বপূর্ণ। চরিত্রের মধ্যে বিভিন্ন শেড আছে। একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবন যাপন করতে শেখে।’

মিথিলা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ। পরিচালনার পাশাপাশি এ ছবির গল্পও লিখেছেন রিঙ্গো। এছাড়া সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন।

এদিকে, মিথিলার প্রথম ভারতীয় ছবি ‘মায়া’র কাজ এখনো চলছে। রাজস্বি দে’র পরিচালনায় এ ছবিটি নির্মিত হচ্ছে শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ উপন্যাস অবলম্বনে। এখানে মিথিলা নাম ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তীসহ কলকাতার একঝাঁক তারকা।

প্রীতি / প্রীতি