ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মালদ্বীপে কার সঙ্গে খাবার ভাগ করতে চাইলেন শ্রাবন্তী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:৪৪

প্রায় এক সপ্তাহ ধরে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টলিউডের আলোচিত নায়িকা ও বিজেপি নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছে একমাত্র ছেলে অভিমুন্য ওরফে ঝিনুক এবং তার গার্লফ্রেন্ড দামিনী। শুরু মালদ্বীপে যাওয়ার দিন থেকেই গুঞ্জন, শ্রাবন্তীর সঙ্গে তার নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও রয়েছেন। যদিও দুজনকে একসঙ্গে কখনো দেখা যায়নি।

তবে এবার যেন খানিকটা সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন ওপার বাংলার অন্যতম সুন্দরী নায়িকা শ্রাবন্তী। শনিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বিতর্কিত শর্ট ড্রেস পরে ধরা দিয়েছেন তিনি। সামনে সাজানো নায়িকার পছন্দের সব খাবার। যেখানে তার খুব পছন্দের চিংড়ির একটি পদও দেখা যাচ্ছে। খাবারের পাত্রের দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছেন নায়িকা।

সেই ছবি পোস্ট করে শ্রাবন্তী লেখেন, ‘আমি যদি তোমার সঙ্গে আমার প্রিয় খাবার শেয়ার করি, সেটাই সবচেয়ে বড় কথা।’ এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে কানাঘুষা। কাকে বললেন নায়িকা এই কথা। বুঝে নিতে অসুবিধা হয়নি নেটিজেনদের। নায়িকার একের পর এক পোস্টে দেখা দিয়েছে, তিনি চুটিয়ে মজা করছেন।

মালদ্বীপে কখনো হোটেলের ছবি, কখনো বা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তরমুজের জুস হাতে পোজ দিয়েছেন। ক্যামেরায় তার ছেলের ইনস্টাগ্রাম স্টোরিতেও উঠে এসেছে হোটেলের রুমের ছবি। সব মিলিয়ে তবে কি তার প্রেমিককেই বললেন একথা, জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই পোস্ট দেখে কমেন্টে ভালোবাসা জানিয়েছেন নতুন মা নুসরাত জাহানও।

প্রীতি / প্রীতি