ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিপাকে চিত্রনায়িকা মাহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু সম্প্রতি ঘটলো বিপত্তি! নিজের ভেরিফায়েড ফেসবুক পেজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এটি হ্যাক করা হয়েছে।

মাহিয়া মাহি বলেন, ‘গত রাত থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না। আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’

সবাইকে সতর্ক করে তিনি বলেন, পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত দিয়েছেন মাহি।

প্রীতি / প্রীতি