ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দীপিকাকে নিয়ে স্পেনে শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:১০

বলিউডের অন্যতম বড় সুপারস্টার শাহরুখ খান। তার হাত ধরে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে বহু নায়িকার। যাদের অধিকাংশই এখন প্রতিষ্ঠিত। তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের হাত ধরেই ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। ছবিটি সে বছর সুপারডুপার হিট হয়।

পরবর্তীতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এ অভিনয় করেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা দীপিকা। ছবিতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের। যথারীতি দুটি ছবিই হিট হয়।

একটু দেরিতে হলেও শাহরুখ-দীপিকা ম্যাজিক আবারও ফিরে আসছে বড় পর্দায়। এবার ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-দীপিকাকে। ছবিটির শুটিংয়ে অংশ নিতে ইতোমধ্যে স্পেনে উড়ে গেছেন দুই তারকা। সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং হবে। পাশাপাশি একটি গানও শুট করা হবে স্পেনের কিছু অজানা অচেনা জায়গায়।

ভারতীয় মিডিয়া বলছে, স্পেনের এ সব জায়গায় আগে কোনো হিন্দি ছবির শুটিং হয়নি। ‘পাঠান’-এর পিরিচালক সিদ্ধান্ত আনন্দ, প্রযোজক আদিত্য চোপড়া। এর আগেও আদিত্য নানা অজানা অচেনা জায়গায় তার ছবির শুটিং করেছেন। এবারও সে রকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে।

ইতোমধ্যে স্পেন সরকারের কাছ থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের পারমিশনও নিয়ে নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ। শনিবার থেকে দেশটিতে ‘পাঠান’-এর একটি গানের শুটিংও শুরু হয়েছে। সেখানে শাহরুখ-দীপিকা দুজনেই অংশ নেন।

শাহরুখ খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’, যেটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। কিন্তু বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এর পরই সিনেমা থেকে ব্রেক নেন কিং খান। বড় পর্দায় তার অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না ভক্তরা। অবশেষে ‘পাঠান’ দিয়ে কামব্যাক করছেন শাহরুখ। দীপিকার পাশাপাশি এ ছবিতে একটি বিশেষ চরিত্রে জন আব্রাহামও রয়েছেন।

প্রীতি / প্রীতি