মোদি সবচেয়ে ভালো মানুষ, দেখতে বাবার মতো : ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে ভালো মানুষ, বাইরে থেকে দেখতে যিনি একজন বাবার মতো। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
স্ট্যান্ডআপ কমেডিয়ান অ্যান্ড্রু শলৎজের উপস্থাপনায় ওই পডকাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি আমার একজন ভালো বন্ধু। বাইরে থেকে দেখে তাকে বাবা বলে মনে হবে। মূলত তিনি সবচেয়ে ভালো একজন মানুষ।’
পডকাস্টে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল। আমি তখন মোদিকে বলেছিলাম, আমাকে সাহায্য করতে দিন। কারণ আমি এ ধরনের মানুষের বিষয়ে খুব ভালো।’
মোদির উত্তরকে অনুকরণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমি করব। আমিই করব। যা দরকার আমি তা-ই করব। কারণ আমরা শত শত বছর ধরে তাদের পরাজিত করেছি।’
ট্রাম্প বলেন, ‘তিনি একটি নির্দিষ্ট দেশ নিয়ে বলছিলেন। সম্ভবত আপনি বুঝতে পেরেছেন।’ কিন্তু ট্রাম্প তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পরে দেশ দুটির মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে। এ ছাড়া সীমান্তে অহরহ সংঘাত তো লেগেই আছে।
দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কটা বেশ উষ্ণ। ভারতের ডানপন্থিদের মধ্যেও সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের রয়েছে উল্লেখযোগ্য সমর্থক। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন।
ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা। ‘হাউডি মোদি’ নামের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। যুক্তরাষ্ট্রে পোপের পরে কোনো বিদেশি নেতার অনুষ্ঠানে এটি সবচেয়ে বড় জমায়েত হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বছরে নিজের রাজ্য গুজরাটে বড় একটি সমাবেশের আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদি। ওই সমাবেশে প্রায় এক লাখ জনসমাগম হয়েছিল।
T.A.S / T.A.S

চার্লি হত্যাকে ‘অন্ধকার মুহূর্ত’ বলে উগ্র বামদের দুষলেন ট্রাম্প

জাতিসংঘের ৮০ বছর: ন্যায্য বৈশ্বিক শৃঙ্খলার পথে চীনের প্রস্তাব

বাংলাদেশ–শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে দেখুন : ভারতের সুপ্রিম কোর্ট

এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

ইসরায়েলের হামলায় কাতারের কূটনীতি প্রতিহত হবে না : কাতারি প্রধানমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প
