ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রীর জামা ছিঁড়ে দিলো পুলিশ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:১৬

চার মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন বলিউড অভিনেত্রী ও মডেল গহনা বশিষ্ঠ। তার অভিযোগ, পুলিশ সদস্যরা তার পোশাক ছিঁড়ে দিয়েছে। টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী।

শনিবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গহনা। ছবিতে দেখা যাচ্ছে, তার পরিহিত হলুদ রঙের সালোয়ারের হাতার নিচের অংশ ছিঁড়ে গেছে। হাত তুলে সেই ছেঁড়া অংশের ছবি পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে গহনা লিখেছেন, ‘পুলিশ আমার এই দুর্দশা করেছে। সব অ্যাকাউন্ট (ব্যাংক অ্যাকাউন্ট) বন্ধ করে দিয়েছে। টাকা নেই। বাড়ি ফিরতে পারছি না। ফিরলে পুলিশে গ্রেফতার করে নেবে। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে।’

গহনার দাবি, যে নারীরা তার বিরুদ্ধে জোর করে পর্ন সিনেমায় অভিনয় করানোর অভিযোগ তুলেছেন, তাদের আসলে পুলিশই টাকা দিয়েছে। তার বিশ্বাস, খুব তাড়াতা়ড়়ি সব সত্যের ওপর থেকে পর্দা সরে যাবে। তার ফোন পুলিশের হেফাজতে না থাকলে, তিনি এত দিনে সব কথা ফাঁস করে দিতেন। ঠিক কী ফাঁস করতে চান গহনা, সে কথা অবশ্য স্পষ্ট হয়নি।

পুলিশের উদ্দেশ্যে গহনার প্রশ্ন, এখনও মন ভরেনি আপনাদের? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন? অভিনেত্রী জানান, তিনি এখন যে বাড়িতে থাকেন, সেখানে আরও কয়েকজন অচেনা মানুষ আস্তানা গেড়েছেন। যারা প্রায় গোটা বাড়িটাই দখল করে নিয়েছেন।

গহনার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিনেমায় কাজ করতে আসা নতুন এবং পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের টাকার লোভ দেখাতেন। তাদের প্রতি পর্ন ভিডিওতে ১৫ থেকে ২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন। তারপর সেই ভিডিও বিভিন্ন নেট মাধ্যমে বিক্রি করে উপার্জন করতেন। গহনা যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে ৮৭টি অশ্লীল ভিডিও পাওয়া গেছে। ভিডিও দেখার জন্য যারা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো।

উল্লেখ্য, ২০১২-র ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গহনা। তারপর মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তার অভিনয়ে অভিষেক ছোটপর্দার মাধ্যমে। এরপর কিছু হিন্দি সিনেমায়ও দেখা গিয়েছে তাকে। হিন্দি সিনেমায় সেভাবে সফলতা না পেলেও ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএসএম / এমএসএম

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়