ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফিল্ম ক্রাফট-এ

স্বর্ণ জিতলেন আদনান, রৌপ্য সাবরিনা আইরিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:২৩

প্রতিবারের মতো এবারও আয়োজন করা হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কমওয়ার্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান। দশম আসরের এ আয়োজনে ফিল্ম ক্রাফট বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ জিতেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। লাই টু আই এজেন্সির ‘আকাশ ডিটিএইচ’র বিজ্ঞাপন বানিয়ে এ সম্মাননা ও পুরস্কার পান রানআউট ফিল্মস প্রোডাকশন হাউজের এই কর্ণধার।

শুধু তাই নয়, একই হাউজের আরেক জনপ্রিয় নারী নির্মাতা সাবরিনা আইরিন একই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে জিতে নিয়েছেন রৌপ্য। তিনি এ সম্মাননা পান এক্স এজেন্সির ‘লাক্স প্রিয়দর্শিনী’র বিজ্ঞাপন বানিয়ে।

এমন অর্জনে উচ্ছ্বসিত আদনান আল রাজীব বলেন, ‘ফিল্ম ক্র্যাফট একজন নির্মাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পাওয়া মানেই সেরা। এই আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এভাবে সম্মানিত করার জন্য। সেইসাথে অনেক ধন্যবাদ জানাই আমার টিমের প্রত্যেকটা সদস্যকে যাদেরকে ছাড়া এ কাজ কিংবা অর্জন কোনটাই সম্ভব হতো না।

পুরস্কার কিংবা সম্মাননা প্রাপ্তিটা সবসময় অনুপ্রেরণার। এতে করে আরও ভালো কিছু করার আগ্রহ তৈরি হয় মনের মধ্যে। তখন নতুন কিছু করার জন্য আরেকটু বেশি কষ্ট বা পরিশ্রম করতেও খারাপ লাগে না, বরং ভালোই লাগে।

এজেন্সি এবং ক্লায়েন্ট এসব ক্র্যাফটিং করতে আমাদের পূর্ণ সহায়তা করেছে। স্ক্রিপ্টের নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া ও ইনপুটগুলো বেশ পজেটিভলি নিয়েছে। এজেন্সি কিংবা ক্লায়েন্ট যদি এরকম সহযোগিতা করে তাহলে কাজ সবসময়ই ভালো হয়।’

অন্যদিকে সাবরিনা আইরিন বলেন, ‘প্রথমত, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং কমওয়ার্ডকে আমাকে এভাবে সম্মানিত করার জন্য। আমার জন্য এটা একটা টিম ওয়ার্ক। যখন প্রথম স্ক্রিপ্টটা পেলাম তখনই আমি ও আমার টিম অনেক এক্সাইটেড ছিলাম প্রজেক্টটি নিয়ে। তারপর সেটা পরিপূর্ণ করতে এজেন্সি এবং আমার রান আউট ফিল্মস পরিবার বিভিন্ন পরিকল্পনা (যেমন- কিভাবে কি করলে কাজটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে) নিয়ে কাজ শুরু করি। আমাদের ক্লায়েন্ট (ইউনিলিভার) আমাদেরকে বিশ্বাস করেছে এবং পূর্ণ সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘গল্পের স্ক্রিপ্টের মতো অবস্থা আমি নিজেও ফেইস করেছি যার কারণে ভিজ্যুয়াল ট্রিটমেন্টটা আরও স্ট্রংভাবে বের করতে সাহায্য করেছে আমাকে। আমি কৃতজ্ঞ আমার প্রযোজক মোঃ হাবিবুর রহমান তারেক, প্রধান সহকারী পরিচালক শাহরিয়ার নেওয়াজ শুভ, ক্যামেরাম্যান তাহসিন, কস্টিউম ডিজাইনার নিশি, আর্ট ডিরেক্টর শহিদুল, সম্পাদনায় শৈবাল জিতু, সংগীতে আরাফাত মোহসিন নিধি, সিজিতে তপু দা সহ আরও অনেকের প্রতি। তাদের নামগুলো এই কারণে বললাম, কারণ- আমার কাজটা আর্জেন্ট ডেলিভারি দেওয়ার কথা, এখানের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছে, অনেক পরিশ্রম করেছে।

সবশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবারকে (আমার বাবা-মা, ভাই এবং স্বামীকে) যারা শুরু থেকেই এই প্রফেশনে আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে যাচ্ছেন এবং উৎসাহিত করছেন। সর্বশেষ একটা কথা-ই বলতে চাই যে, হ্যাঁ মডেল; রোল মডেল হবার জন্যই এখানে আমার জার্নিটা শুরু করেছি।’

প্রসঙ্গত, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে অসাধারণ নির্মাণ, ক্যাম্পেইন, প্রচারের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কমওয়ার্ডের পক্ষ থেকে প্রতিবছরই এ সম্মাননা দেওয়া হয়। সেখানে গুরুত্ব পায় কন্টেন্টের নির্মাণশৈলী, নতুনত্ব। সেটার উপর মার্ক করেই অনেকগুলো কাজের মধ্য থেকে সেরা কাজ নির্মাণ করা হয় এবং পুরস্কৃত করা হয়। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ।

প্রীতি / প্রীতি

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়