রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরীয় সেনা: জেলেনস্কি
ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। এমতাবস্থায় অংশীদারদের সঙ্গে ইউক্রেনের বহুপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পরিবর্তন আসা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার প্রকাশিত ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের
জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে আরেক কর্তৃত্ববাদী রাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পর্ক দৃঢ় হচ্ছে। এই ঘনিষ্ঠতা কেবল অস্ত্র সরবরাহেই সীমাবদ্ধ নেই। বরং দখলদারদের সশস্ত্র বাহিনীতে লোকবল প্রেরণ করেও সহায়তা করছে উত্তর কোরিয়া।’
জেলেনস্কি আরও বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বিকশিত হওয়া প্রয়োজন। আমাদের ফ্রন্ট লাইনে আরও সহায়তা দরকার। এজন্য কেবল সামরিক সরঞ্জামের সাদামাটা একটা তালিকা ধরিয়ে দিলে হবে না। আমাদের চাই দূরপাল্লার অস্ত্র।’
T.A.S / T.A.S