ভান্ডারিয়া বিএনপি সাইনবোর্ডের আড়ালে জেপি নেতাদের ব্যাপক চাঁদাবাজি

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ভোল পাল্টে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও আওয়মী লীগের নেতারা। আর এদের শেল্টার দিচ্ছে ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় বিএনপি থেকে বহিস্কৃত কয়েকজন নেতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে জেপির কিছু চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপি থেকে বহিস্কৃত নেতাদের নিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ঘটান বিএনপির নেতারা। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির আহবায়ক।
আর যারা লুটপাটে অংশ নেন তারা হলেন, জেপির সহ-সাধারণ সম্পাদক কবির হাওলাদার, যুব সংহতির নেতা ওয়ালিদ মিয়া- যিনি ২০০৩ সালে উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি ছিলেন, পরে জেপিতে যোগ দেন, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল, যুব সংহতির সাবেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিবের চাচাতো ভাই সামজিদ মিয়া, ছাত্র সমাজের নেতা মাসুদ সরদারসহ অনেকে।
ভান্ডারিয়ার কয়েকজন ভুক্তভোগি সকালের সময় প্রতিনিধিকে জানান, যারা গত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারই আবার ৫ আগস্টের পর থেকে লুটপাট ও অগ্নি সংযোগ করেছেন। জানা গেছে, ২০০৪ সালে ছাত্রদলের এক নেতার হাত-পা কেটে ফেলার কারণে বহিস্কৃত হন। সন্ত্রাসী হানিফ খলিফা একে সাথে নিয়ে চলছে এদের চাঁদাবাজি, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার ও আলমগীরসহ বেশ কিছু বিএনপির নামধারী নেতা যারা জেপি থেকে এসে তাদের শেল্টারে ভান্ডরিয়া বাসস্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করেন। আর এর সঙ্গে যুব সংহতির সাধারণ সম্পাদক মামুন সরদারের নেতৃত্বে ভান্ডারিয়ার বিভিন্ন জায়গায় নিরব চাঁদাবাজি করে আসছে। এদের সঙ্গে বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা শরিফ, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের নেতৃত্বে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল কাউন্টার দখল করে বিএনপি থেকে বহিস্কৃত অহিদুল ফরাজিকে বসিয়ে দেন। এছাড়া ঢাকাগামী বিভিন্ন পরিবহন যেমন- মিজান পরিবহন, ইমাদ পরিবহন, বরিশাল এক্সপ্রেসসহ প্রায় ২০টি পরিবহন কাউন্টার নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীদের দিয়ে।
এলাকাসীর অভিযোগ এই সন্ত্রাসী গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন দফতর, মাছ বাজার, ফুটপথের দোকান, রিক্সা স্ট্যান্ড, অটোস্ট্যান্ডসহ পৌর ভবন এর কাজ চলাকালীন এলাকা থেকে চাঁদা আদায় করছে। এদের হাত থেকে ভান্ডারিয়া সরকারি কলেজের ইমাম ও বাদ যায়নি। এজন্য বিএনপির অংগ সগযোগী সংগঠনের ৬ নেতাকে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিস্কার করা হয়। বহিস্কার করার পরেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
অভিযোগ রয়েছে, বর্তমান পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার দল থেকে বহিস্কৃত নেতা আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন বিভিন্ন সময় পিরোজপুর-২ আসনের এমপি মহিউদ্দিন মহারাজের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। যার মাধ্যম হিসেবে কাজ করেছেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও ধাওয়া ইউনিয়ন চেয়ারম্যান টুলু ডাকুয়া।
আরো অভিযোগ রয়েছে, তারা বিএনপির নেতা হলেও সব সময় কাজ করতেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন যখন নৌকা প্রতীকে নির্বাচন করেন। ওই নির্বাচনে তারই ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন। এতে করে এই ৬ নেতা বিভ্রান্তিতে পড়ে যান। ঘটনা জানাজানি হলে মহিউদ্দিন মহারাজ আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেনকে বিএনপি লোক হিসেবে মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেন এবং দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলায় জড়িয়ে দেন। তবে তাদের যাতে জেলখানায় কষ্ট না হয় সেজন্য তাদের টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করেন মহারাজ। এরপর তিনি নির্বাচিত হলে নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। এছাড়া মহিউদ্দিন মহারাজ এমপি নির্বাচিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির সদস্য শাকের ও দ্বাদশ সংসদ নির্বাচনে আংশগ্রহণকারী মো. জাকির হোসেনের ছোট ভাই।
এদিকে, জেপি থেকে বহিস্কৃত নেতা মহিউদ্দিন মহারাজের ছোট ভাইয়ের শ্বশুর টুলু ডাকুয়ার সঙ্গে উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান টিটু বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই মশিউর রহমান টিটু ও শাকের দুজনই ঢাকা থাকে। তারা কোনোকালেই বিএনপির প্রাথমিক সদস্যও ছিল না। তারা কেন্দ্রীয় ও জেলা নেতাদের ম্যানেজ করে উপজেলা বিএনপির পদ নিয়েছে। বর্তমানে মশিউর রহমান টিটু বিএনপি থেকে বহিস্কৃত নেতাদেরসহ জেপির ধাওয়া ইউনিয়নের লোকজন নিয়ে নতুন বিএনপি করছেন।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার বহিস্কৃত যুবদল নেতা শামির সঙ্গে উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিসান সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসাম হাওলাদারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সাবেক উপজেলা সাথে রয়েছে খুব ভালো সম্পর্ক। এই সুযোগে চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা নেন। ওই টাকা দিয়ে ৫ আগস্টের পরে প্রতিদিন ভান্ডারিয়াকে পাহারা দেয়ার নামে রিজার্ভ পুকুরের পশ্চিম পাড়ে ও শহীদ মিনারে খাবারের আয়োজন করা হয়। এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা বা পৌর বিএনপির কোনো নেতাকে জানানো হয়নি। মূলত এ কারণেই তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়।
এই বিষয় ভান্ডারিয়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা বলেন, আমি কোন দলের রাজনীতি করি না। তারপরও আমার বাড়িতে লুটপাট চালিয়েছে জেপির উপজেলা সভাপতি নির্দেশে। আমি পরে জানতে পেরেছি এর সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপিতে যোগ দেয়া আনোয়ার হোনের মঞ্জুর চাচাত ভাই মাহমুদ হোসেন। এলাকায় নিজেকে জাহির করার জন্য এসব কাজের ইন্ধন দিচ্ছেন।
চাঁদাবাজি ও লুটপাটের বিষয় আলমগীর হোসেন সরদার বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কে বা কারা আপনাকে তথ্য দিয়েছে আমার জানা নেই। তবে ভান্ডারিয়ায় কিছু ঘটনা ঘটেছে- যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সকল অপকর্মের ছত্রছায়ার ও জেপির লোকদের দিয়ে চাঁদাবাজি প্রসঙ্গে ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওয়লাদার বলেন, আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও আমাদের শত্রু। এর পরে বাস কাউন্টার দখল ও হানিফ খলিফা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি একটা দরবারে আছি। আপনার সঙ্গে পরে কথা বলবো- এ কথা বলেই ফোন রেখে দেন।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, আমার নিজের একটি দোকান আছে এখানে বসি। ব্যবসা করে ভাত খাই আর রাজনীতি করি। কোনো অপকর্মের সঙ্গে আমার কো সম্পৃক্ততা নেই। আপনি সরেজমিনে খোঁজ নিতে পারেন।
এসব বিষয় পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, বিএনপির কোনো নেতা যদি দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অপকর্মের কোনো ছাড় নয়। আর ভান্ডারিয়ার বিষয়টি আমার জানা নেই। যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। চলবে
এমএসএম / এমএসএম

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাহউদ্দিনের

রুমিন ফারহানাসহ যে কোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে হাসনাত

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন : রুমিন ফারহানা

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়
