ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চীন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াবে : সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:৫৭

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২৩ অক্টোবর বিকালে রাশিয়ার কাজানে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন অটলভাবে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়িয়ে যাবে। 

সি চিন পিং বলেন, চীন ইরানকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষা, নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ক্রমাগত অগ্রগতি, এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতির প্রচেষ্টাকে সমর্থন করে। চীন ইরানের সাথে পারস্পরিক সমর্থন, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম মেনে চলা, এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার নীতির ভিত্তিতে সুসম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক। 

সি আরও বলেন, তার দেশ ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে, দুই দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে, এবং দু'দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতে যৌথভাবে কাজ করে যেতে চায়। প্রথমবারের মতো পূর্ণ সদস্য হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করায় ইরানকে অভিনন্দনও জানান তিনি।

এ সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সন্তোষজনক। ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সাথে কাজ করবে এবং সংযোগ, অবকাঠামো ও পরিচ্ছন্ন জ্বালানিসহ নানান ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করবে। এটি কেবল ইরানের উন্নয়ন-প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও অনুকূল প্রমাণিত হবে। 
আনুষ্ঠানিকভাবে ব্রিক্স সহযোগিতা ব্যবস্থায় যোগ দিতে তার দেশকে সাহায্য করায় চীনকে ধন্যবাদও জানান ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)।

T.A.S / T.A.S

১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি